বগুড়া: জেলার শাজাহানপুরে স্ত্রীর অশ্লীল ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে সানাউল নামের এক যুবক।
জানা গেছে, গত ৩ জুন সানাউল মজনু নামে তার এক বন্ধুকে নিয়ে শ্বশুরবাড়ি যায়। ওই সময় তার শ্বশুর-শাশুড়ি বাড়িতে না থাকায় জোর করে তার মোবাইল ফোনে বন্ধুকে দিয়ে স্ত্রীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। সেখান থেকে ফেরার পর সে ওই ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দিলে এলাকায় জানাজানি হয়।
এ ঘটনায় সানাউলের শ্বশুর বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় বৃহস্পতিবার সানাউলকে গ্রেপ্তার করে।
সানাউল এক বছর আগে কাহালুর জামগ্রাম ইউনিয়নে বিয়ে করে। বিয়ের পর যৌতুক দাবি করায় তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। বিষয়টি নিয়ে উভয় পরিবার বৈঠকে বসলে সানাউল যৌতুক না নিয়েই সংসার করবে বলে জানায়।
কাহালু থানার পুলিশ পরিদর্শক কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারের পর সানাউল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সানাউল শাহাজাহানপুরের গোহাইল ইউনিয়নের আগরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।