• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ পূর্বাহ্ন |

অজগরের শিকার ধূর্ত শিয়াল

11সিসিনিউজ: ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে ক্ষুধার্ত অজগরের শিকার হয়েছে চালাকের গুরু শিয়াল। ক্ষুধার জ্বালা মিটাতে শিয়ালটিকে খেয়ে ফেলার দৃশ্য একনজর দেখতে সেখানে ভিড় জমে।

ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, রোববার রাত প্রায় ১১টার দিকে আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করা একটি অজগর ক্ষুধা মেটাতে বনের মোল্লা পাড়ার কাছে একটি শিয়াল শিকার করে।

আক্রান্ত শিয়ালের চিৎকারে প্রায় অর্ধশত শিয়াল তাকে রক্ষার জন্য ভীষণ চিৎকার করলে স্থানীয় গ্রামবাসী আতংকিত হয়ে পড়ে। তারা লাঠি-সোঁটা নিয়ে ঘটনাস্থলে আসলে দেখতে পান অজগরের শিকার শিয়ালটিকে রক্ষার জন্য শিয়ালদের এই চিৎকার। লোকজনের উপস্থিতিতে শিয়ালগুলো পলায়ন করলেও অজগরটি শিকারকৃত শিয়ালকে ছেড়ে দিতে নারাজ।

স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অভিবাসী ধীরেনের সহযোগিতায় বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন, অজগরটি শিয়ালটিকে শিকারের মাধ্যমে প্রায় ৬ মাসের আহার করে নিল, এখন সে আহার করে বনে সুস্থ অবস্থায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ