লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গনমাধ্যমকর্মীদের সঙ্গে ফরমালিন ব্যাবহার রোধ ও জলাশয় সংরক্ষনে গনসচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কর্যালয়ে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মতবিনিময় সভায় হাতীবান্ধা প্রেসক্লাব সহ-সভাপতি স্বপন কুমার দে’র সভাপতিত্বে ফরমালিন ব্যাবহার রোধ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক নুরল হক, সাংবাদিক আলী আখতার গোলাম কিবরিয়া, কাজী আলতাব হোসেন,ফারুক হোসেন নিশাত, আসাদুজ্জাম সাজু, রবিউল হাসান, নুরনবী সরকার, হাসান মাহমুদ প্রমুখ ।