• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ অপরাহ্ন |

খানসামায় মৎস কর্মকর্তার সহিদ সাংবাদিকদের মতবিনিময়

খানসামা ( দিনাজপুর ) প্রতিনিধি : দিনাজপুর জেলার খানসামা উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ/২০১৪ ইং এর আলোকে গণমাধ্যম কর্মীদের নিয়ে একমত বিনিময় সভার আয়াজন করা হয় । উক্ত মতবিনিময় সভায় মৎস কর্মকর্তার মো: মাহবুবুর রহমান এর উপস্থিতিতে খানসামা প্রেস ক্লাব সভাপতি মো: মোজাফ্ফর হোসেন, সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল , তানজিলা তামান্না, শাকিল মাহমুদ,  খানসামা প্রেস ক্লাব প্রচার সম্পাদক মো: আ: লতিফ, সাংবাদিক হাসেম আলী সহ অন্যান্য সাংবাদিকদের নিয়ে জাতীয় মৎস সপ্তাহ/২০১৪ এর তাৎপর্য তুলে ধরেন । প্রথমত পোনা মাছা নিধন বন্ধ করা , কারেন্ট জালের ব্যবহার নিধিদ্ধ  করা , মৎস সম্প্রসারণ কর্মকর্তা মো: মাহমুদ জোবায়ের বলেন ইলেক্ট্রনিক মিডিয়া সহ সংবাদ মাধ্যমে ব্যাপক আলোরণ সৃষ্টি করতে হবে । খানসামা প্রেস ক্ল­াব সভাপতি মো: মোজাফ্ফর হোসেন  বলেন মাছে ফরমালিন দেওয়া বন্ধ করতে হবে  এবং মাছের অভয়ামশ্রম গড়ে তুলতে হবে । জেলেদের মাছে গণসচেতনতা জাগাতে হবে যাতে তাহারা মা মাছ না ধরে । জুন-জুলাইতে মা মাছেরা নদীতে ডিম  পারে । আজ প্রায় না না প্রজাতির মাছ বিলুপ্তির পথে । অনেক মাছ আজ দেখাই যায়না । খানসামা উপজেলার সকল জলাশয়কে রক্ষা করা আমাদের নাগরিক দ্বায়িত্ব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ