• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন |

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন: অবশেষে বিয়ে

pp-1লালমনিরহাট প্রতিনিধি: বিয়ের দাবিতে অনশনরত প্রেমিকা দিপা’র অবশেষে বিয়ের সানাই বাজলো লালমনিরহাটের আদিতমারী থানায়। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় থ্রি-স্টার হোটেল ও রেস্টুরেন্টে দিপা-রাশেদের বিয়ে সম্পন্ন করা হয়।
এলাকাবাসী জানান, আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ি বেলতলী গ্রামের আব্দুস সাত্তারের কলেজ পড়ুয়া মেয়ে সাহিদা আক্তার দিপা’র (২২) সঙ্গে আট বছর ধরে প্রতিবেশী আনোয়ারুল হক কবিরের ছেলে রাশেদুল ইসলাম রাশেদ (২৫) এর সাথে প্রেম নিবেদন চলছিল । প্রেমিক যুগল বিয়েতে রাজি থাকলেও বিয়েতে বাধা হয়ে দাড়ায় প্রেমিক রাশেদের পরিবার। এর ফলে দিপা কোন উপায় খুঁজে না পেয়ে রোববার সন্ধ্যায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবেশ করে অনশন শুরু করলে রাশেদের বাবা-মা তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ রবিবার রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ দিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রেমিক রাশেদের বাবা আনোয়ারুল ইসলাম ও মা বিজলী বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার দিনভর থানায় আটক থাকার পর বিয়েতে সম্মতি জানায় প্রেমিক রাশেদের মা ও বাবা। অবশেষে সোমবার রাতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রেমিক যুগলের বিয়ের দেনমোহর চার লাখ এক টাকা নির্ধারণ করে থানার পাশে থ্রি-স্টার হোটেল ও রেস্টুরেন্টে দিপা-রাশেদের বিয়ে সম্পন্ন করা হয়।
এ সময় ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী, আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল, মিন্টু মিয়া, ভেলাবাড়ি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী এজাজুল ইসলাম, উভয় পরিবারের আত্মীয়-স্বজন, সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিপা-রাশেদের বিয়ে সম্পন্ন পড়ান উপজেলার উত্তর পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়াল। বিয়ে শেষে নববধু দিপা তার স্বামীর হাত ধরে শ্বশুরালয়ে চলে যান।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, উভয় পরিবারের সম্মতিতে প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ