বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে মঙ্গলবার মৎস্য সপ্তাহের মূল্যায়ন সমাপনী ও পুরুস্কার বিতরন করা হয়েছে।
“অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান” এ স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি মোঃ আরমান হোসেন (পিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম কাওসার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় ও শতগ্রাম ইউপি চেয়ারম্যান কেএমকুতুবউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৩জন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয় এবং ২৬জন সাধারন মৎস্য চাষীকে বিনামুল্যে বাই সাইকেল ও পাতিল প্রদান করা হয়। উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন।