• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন |

উত্তরায় ১২,০০০ অত্যাধুনিক ফ্ল্যাট নির্মাণ করবে মালয়েশিয়া

31388_rajukসিসিডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার একটি প্রকল্পে দুই ধাপে মোট ১২ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে মালয়েশীয় কর্তৃপক্ষ। প্রথম ধাপে ৮ হাজার ৪০০ এবং দ্বিতীয় ধাপে ৩ হাজার ৬০০ ফ্ল্যাট নির্মাণ করা হবে। ১০০টি অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণে মালয়েশিয়ার প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে। মন্ত্রীসভার অনুমোদনের পর রাজউক মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করবে। এ খবর দিয়েছে মালয়েশিয়াভিত্তিক বার্তা সংস্থা বারনামা। এ ব্যাপারে গত এপ্রিল মাসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছে মালয়েশিয়া। পরবর্তী ধাপে শান্তিনগর থেকে কেরানিগঞ্জের ঝিলমিল প্রজেক্ট পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভারও নির্মাণ করার ব্যাপারে মালয়েশিয়ার একটি প্রস্তাবও বিবেচনায় রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক আলোচনায় কয়েকটি সুপারিশ রেখে প্রস্তাবটি অনুমোদন করে মন্ত্রীসভা কমিটি। মন্ত্রীসভা বিভাগের যৌথ সচিব মুস্তাফিজুর রহমান গত রোববারের ওই বৈঠকের পর এ তথ্য জানান। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। ওই প্রস্তাব অনুযায়ী, মালয়েশীয় সরকার ঢাকার উত্তরা রেসিডেনশিয়াল মডেল টাউনে ১০০টি বহুতল ভবন নির্মাণ করবে। ১৬ তলা উঁচু প্রতিটি ভবনে থাকবে ৮৪টি ফ্ল্যাট। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে ৩০ মাসের মধ্যে মালয়েশীয় কর্তৃপক্ষ ভবনগুলোর নকশা ও নির্মাণকাজ সম্পন্ন করার জন্য দায়বদ্ধ থাকবে। নিজস্ব উৎস থেকে এ প্রকল্পে অর্থায়ন করবে রাজউক। কর্মকর্তারা বলছেন, উত্তরা প্রকল্পে বি ও সি ব্লকে ১২ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। প্রথম ভাগে ৮ হাজার ৪০০ ফ্ল্যাট নির্মাণ করা হবে। দ্বিতীয় ভাগে ৩ হাজার ৬০০ ফ্ল্যাট নির্মাণ করা হবে মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে অপর একটি চুক্তির আওতায়। কর্মকর্তারা বলছেন, বহুতল এ ভবনগুলো নির্মাণে মালয়েশিয়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে, যার মধ্যে সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে। এর মধ্যে প্রতিটি ভবনকে ভূমিকম্পের ঝুঁকিমুক্ত রাখাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। গত ২৮শে এপ্রিল বাংলাদেশ মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক সাক্ষর করে। ওই স্মারকে উল্লেখিত শর্তের একটি ছিল ১৩ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার ও উত্তরায় ১২ হাজার ফ্ল্যাট নির্মাণ। শান্তিনগর থেকে কেরানিগঞ্জের ঝিলমিল প্রজেক্ট পর্যন্ত বিস্তৃত হবে ফ্লাইওভারটি।

মানবজমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ