• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন |

বিরতিহীন পাবলিক পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে পাটগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন

New Rose Cafe, Saidpur

Patgram  News Picture-2লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষা মন্ত্রীর বিরতিহীন পাবলিক পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রামে মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কের স্থানীয় টিএন উচ্চ বিদ্যালয়ের সামনে দাড়িয়ে মানব বন্ধন করে। মানব বন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরাবরে স্মারকলিপি  প্রদান করে। এতে উপজেলা শহরের বিভিন্ন  স্কুল কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশ গ্রহণ  করেন।
শিক্ষার্থীরা জানায়, বিরতিহীন ভাবে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে সমস্যার সৃষ্টি হবে এবং পরীক্ষার ফলাফলের বিপর্যয় নেমে আসবে। এছাড়া এ পদ্ধতি কোমলমতি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক চাপের কারণ হয়ে দাড়াবে। তাই তারা বিরতীহীন পাবলিক পরীক্ষা নেয়ার পরিকল্পনা থেকে সরে আসার দাবী জানান।
উল্লেখ্য যে, শিক্ষামন্ত্রী গত ২ জুল্ইা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সকল পাবলিক পরীক্ষা বিরতিহীন ভাবে পরিচালনার সিদ্ধান্ত জানিয়ে দেন। শিক্ষা মন্ত্রীর এমন সিদ্ধান্ত মেনে নেয়নি সাধারণ শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ