মাদারীপুর : থানায় ধরে এনে শাহিন মোল্লা নামের এক যুবককে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগে মাদারীপুরের ডাসার থানার ওসিসহ চার পুলিশ ও পুলিশের এক সোর্সসহ পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন নিহতের মা রেবা বেগম। আদালত মামলা আমলে নিয়ে র্যাব-৮ এর পরিচালককে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৮ জুন সন্ধ্যার পর ডাসার-মেদাকুল সংযোগ সেতুর উপরে বসে শাহিন মোল্লা (২৫), শাহ আলম (২৪) ও মুকিত (২৪) গল্প করছিলেন। এ সময় ডাসার থানার এসআই মীর নাজমুল হাসান, কনস্টেবল ফরহাদ হোসেন ও সালাউদ্দিন তাদের আটক করে থানায় আনেন। পরে আটক শাহ আলম ও মুকিতের পরিবারের কাছ থেকে ৭০ হাজার নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তারা শাহিনের পরিবারের কাছেও এক লাখ টাকা দাবি করেন।
দাবি অনুযায়ী শাহিনের পরিবার রাতেই ৩০ হাজার টাকা দেয়। বাকি টাকা পরের দিন সকালে তাকে ছাড়িয়ে নেওয়ার কথা থাকলেও রাতভর নির্মম নির্যাতনের ফলে শাহিনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। অবস্থা বেগতিক দেখে সকালে দ্রুত পাঁচ পিচ ইয়াবা উদ্ধার দেখিয়ে শাহিনকে আদালতে চালান করে দেয় পুলিশ। পরে ১৪ জুন রাতে হাজতে শাহিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পরেই তিনি মারা যান। নিহত শাহিন বরিশাল জেলার গৌরনদী উপজেলার পূর্ব সমরসিংহ গ্রামের মোস্তফা মোল্লার ছেলে।
মামলার আইনজীবী ইয়াদ মোরশেদ সজল বলেন, ‘মঙ্গলবার দুপুরে শাহিনকে হত্যার অভিযোগ এনে ডাসার থানার ওসি এমদাদুল হক, এসআই মীর নাজমুল হাসান, কনস্টেবল ফরহাদ হোসেন, কনস্টবল সালাউদ্দিন এবং পুলিশের সোর্স মো. নজরুল ফকিরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’
তিনি বলেন, ‘আদালত মামলা আমলে নিয়ে র্যাব-৮ এর পরিচালককে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।’