• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন |

ব্রাজিলে ‘রাষ্ট্রীয়’ শোকের ছায়া

brazil_43918খেলাধুলা ডেস্ক : নেইমারকে কথা দিয়েছিল ডেভিড লুইজরা বিশ্বকাপ এনে দেবেন। কিন্তু ক্ষমাহীন হার মাথা নত করে দিয়েছে ব্রাজিল দলকে। ম্যাচের শেষে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেও লজ্জায়, কান্নায় ব্রাজিল ভক্তদের ওপর শোকের ছায়া নেমে এসেছে। ব্রাজিলকে সাত-এক গোলে চুরমার করে বিশ্বকাপের ফাইনালে পৌছে গেল জার্মানি। এদিন ম্যাচে জার্মানির হয়ে জোড়া গোল করেন ক্রুস এবং স্কুরিল। একটি করে গোল করেন মুলার, ক্লোজে এবং খেদেরা। ব্রাজিলের হয়ে একটি মাত্র গোলটি করেন অস্কার। এটাই ফুটবল ইতিহাসে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে হার।

জার্মান বোমায় উড়ে গেল ব্রাজিল। লুই ফিলিপ স্কোলারির দলকে আধা ডজনেরও বেশি গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জার্মানি। ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালের আগে নেইমারের না থাকাটাকে ফ্যাক্টর হিসাবে ধরা হচ্ছিল। কিন্তু ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যে বোঝা গেল নেইমার নয় থিয়াগো সিলভা না থাকাটা ফ্যাক্টর। তার না থাকায় ব্রাজিলের রক্ষণভাগ যে একেবারেই পাতে দেওয়ার মতো নয় তা শুরুতেই বুঝে গিয়েছিলেন জার্মান ফুটবলাররা। তাই প্রথম থেকে ব্রাজিল গোলে আক্রমণের ঝড় তুলতে থাকে জোয়াকিম লোয়ের দল। ম্যাচের এগারো মিনিটে গোলমুখ খোলেন থমাস মুলার। টনি ক্রুসের কর্নার থেকে গোল করেন তিনি। প্রথম গোল থেকে শিক্ষা নেননি ব্রাজিল ডিফেন্ডররা। বারবার ব্রাজিলের রক্ষণভাগকে ভেদ করে পেনাল্টি বক্সে ঢুকে পড়ছিলেন মুলাররা। ফলে ঠিক বারো মিনিট পর আবার গোল।

ব্রাজিলের রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে আসেন মিরোস্লাভ ক্লোজে। এর পরের ছয় মিনিট গোলের বন্যা বইয়ে দেন জার্মান ফুটবলাররা। একের পর এক গোল করে যান টনি ক্রুস এবং সামি খেদেরা। জোড়া গোল করেন ক্রুস। বিরতিতে যাওয়ার আগে পাঁচ গোল হজম করে আগেই হেরে গিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও দুর্ভোগ মেটেনি লুই ফিলিপ স্কোলারির। গোল করার বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন ব্রাজিল ফুটবলাররা।

ম্যাচের শেষ লগ্নে সান্ত¦না হিসেবে ব্রাজিলের হয়ে একটি মাত্র গোল করেন অস্কার। দল তার জন্য বিশ্বকাপ জিতুক চেয়েছিলেন নেইমার। কিন্তু বিশ্রীভাবে হেরে গোটা দেশের সঙ্গে নেইমারকেও লজ্জিত করলেন ডেভিড লুইজ, হালকরা।

এদিকে বিশ্বকাপের স্বপ্ন ধূলিস্মাৎ হয়ে যাওয়ার পর ব্রাজিলের বাণিজ্যিক নগর সাও পাওলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এমন লজ্জাজনক হারে ফুটবল-পাগল ব্রাজিলে ক্ষোভের আগুনের তীব্রতা কেবল বাড়ছেই। এছাড়া উচ্ছৃঙ্খল কিছু ব্রাজিলীয় প্রায় ২০টি গাড়িতে আগুন দিয়েছে। একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে চালিয়েছে ব্যাপক লুটপাট।

সাও পাওলো নগর-প্রশাসনের একজন মুখপাত্র বলেন, ব্রাজিলের হারের কারণেই এসব ঘটনা ঘটেছে কি না, নিশ্চিত নন তাঁরা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আগুন, লুট, নৈরাজ্য ব্রাজিলে কোনো নতুন ঘটনা নয়। এমন ঘটনা যেন দেশটির নিত্যসঙ্গীই। আর সাও পাওলো তো এমন সব ঘটনার জন্য কুখ্যাত। তবে গত রাতের ঘটনাগুলোর বিষয় আালাদা। যে দেশের মানুষের কাছে ফুটবল বেঁচে থাকার প্রেরণা, তারা কি জার্মানদের কাছে এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারেন! ক্ষোভের আগুনে তো জ্বলছেন তারা নিজেরাই।

এদিকে একই দিনে বড় পর্দায় খেলা দেখতে গিয়ে দেশটির জনগণ লুটপাাটেরও শিকার হয়েছেন। সূত্র : দি মিরর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ