• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:১২ অপরাহ্ন |

নীলফামারীতে হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ

Honorable UNO distributed sanitary latrine to the benefeciaries along with UP Chairmans and ADP Managerনীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের দুই গ্রামের ৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এডিপি।
বুধবার দুপুরে ইউনিয়নের নটখানা বালাপাড়া গ্রামে ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ সাবেত আলী। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী সদর এডিপি ম্যানেজার মিঃ বিমল জেমস কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু তপন কুমার রায়, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান এবং সংস্থার শিশু কল্যান প্রকল্পের ব্যবস্থাপক সুবীর কুমার রায়।
ওয়ার্ল্ড ভিশন সুত্র জানায় “সুস্বাস্থ্যের জন্য স্যানিটেশন সহায়তা কার্যক্রম ২০১৪” প্রতিপাদ্যকে সামনে রেখে সদরের পলাশবাড়ি ইউনিয়নের নটখানা ও তরুনীবাড়ী গ্রামের ৮০টি পরিবারের মাঝে ল্যাট্রিন বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী সদর এডিপি ২০১৪ সালে কর্ম এলাকায়  বুধবার পর্যন্ত ৩২৬টি ল্যাট্রিন বিতরণ করেছে। ল্যাট্রিন বসানোসহ ঘর তেরী করে দেয়া হচ্ছে সংস্থার উদ্যোগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ