বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে মঙ্গলবার উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠন সমুহের যৌথ উদ্যোগে বীরগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মন্জুরুল ইসলাম মন্জু। এ সময় দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. মফিজউদ্দিন আহম্মেদ চৌধুরী, এরশাদুল হক, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মনোয়ার আহম্মেদ সিদ্দিকি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক একেএম জাকারিয়া জাকা, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলে আলম শাহিন, সম্পাদক আশরাফুউদ্দৌলা খাঁন বাবু, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ভুট্টু, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাদেক হোসেন, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবু রায়হান মিলন, উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মনি, যুবদল নেতা মোঃ সিদ্দিক হোসেন, মোঃ মশিউর রহমান. তানভীর চৌধুরী, মোঃ মমতাজুল ইসলাম তাজু, সুলতান মাহামুদ মুকুল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম মাজু, সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ আব্দুল জলিল সহ পৌর ও ইউনিয়ন বিএনপি, সাংবাদিক, জামাত, সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি এবং জিয়া পরিবারকে রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।