ঢাকা : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ ওষুধ আটক করা হয়েছে।
বুধবার রাতে কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগ ওষুধগুলো আটক করে।
বিমানবন্দর কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার সাংবাদিকদের জানান, রাতে দুটি লাগেজের ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান অবৈধ ওষুধ আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।
তিনি আরো জানান, ওষুধগুলো পাকিস্তানের তৈরি হলেও আবুধাবি থেকে ইত্তিহাদ এয়ার লাইন্সযোগে সন্ধ্যা সাড়ে ৭ টায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। এগুলো গর্ভপাত ও ব্যথানাশক সম্পর্কিত ওষুধ।