যশোর : ভারত থেকে ফিরিয়ে আনা ২৫ শিশুর মধ্যে ১৫ জনকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা মহিলা আইনজীবী সমিতি বুধবার বিকেলে তাদেরকে অভিভাবকদের হাতে তুলে দেয়।
গত ৮ জুলাই ২৫ জনকে বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির হাতে তুলে দেয়। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে দুই থেকে তিন বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। এদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় কাজের সন্ধানে ভারতে যাওয়ার সময় ধরা পড়ে বলে জানা গেছে।
জেলা মহিলা আইনজীবী সমিতির কো-অর্ডিনেটর এডভোকেট নাছিমা বেগম বলেন, প্রথম দফায় ১৫ জনকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ১০ জনের অভিভাবকরা এখনো যোগাযোগ করেনি। বাকিদেরও অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে। এজন্য কোতোয়ালী থানায় জিডি করা হয়েছে।