সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দপ্তরী কাম নৈশ প্রহরী পদে অবৈধভাবে নিয়োগে অনুমোদন দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৈয়দপুর থানা সিনিয়র সহকারী জজ আদালত নীলফামারীতে পৃথক পৃথকভাবে দুটি মামলা হয়েছে।
একটি মামলার বাদী হয়েছেন রনি রায়। সে শহরের কয়া গোলাহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদের প্রার্থী। অপর মামলার বাদী হয়েছেন বোতলাগাড়ী ইউপি’র শ্বাষকান্দর গ্রামের মোহাম্মদীয়া শাহ সিকান্দার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম নৈশ প্রহরী পদের প্রার্থী মো. নাদিম। রোববার তারা বাদী হয়ে আদালতে পৃথক পৃথকভাবে মামলা দায়ের করেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী ওই দুই প্রার্থী দপ্তরী কাম নৈশ প্রহরী পদে চাকুরীর আবেদন করে। যথানিয়মে তারা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে। এ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৫ মে প্রাথমিক শিক্ষা অফিসে। ওই নিয়োগ পরীক্ষা তদারকি করেন স্ব স্ব স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষা অফিসার। পরীক্ষা তদারকি কমিটি প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা মূল্যায়ন করে নম্বর বন্টন করেন। এরপর প্রার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী তদারকি কমিটি তালিকা চূড়ান্ত করেন। প্রার্থীর এ তালিকা অনুমোদনের জন্য জমা দেয়া হয় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের দপ্তরে। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার কয়া গোলাহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রনি রায়কে নিয়োগ দেয়ার অনুমোদন না দিয়ে দ্বিতীয় স্থান অধিকারী জগদীশ চন্দ্র রায়কে অনুমোদন দেয়। একই ধরনের ঘটনা ঘটে মোহাম্মদীয়া শাহ সিকান্দার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষায় ৫০ নম্বর পেয়ে প্রথম হয় মো. নাদিম। অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় ৩২ নম্বর প্রাপ্ত তৃতীয় হওয়া প্রার্থী মো. আনিছুর রহমানকে চাকুরীতে নিয়োগের জন্য অনুমোদন দেন। এসব অনুমোদন দেয়া হয় গত ২৬ জুন। নীতিমালা না মেনে নিয়োগ অনুমোদনের খবর ফাঁস হয়ে গেলে উপজেলা জুড়ে তোলপাড়া শুরু হয়। চলে তদ্বির পাল্টা তদ্বির। কিন্তু কোনভাবেই বিধি মেনে বৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছিল না। এমতাবস্থায় ন্যায় বিচার পেতে ওই দুই চাকুরী প্রার্থী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলায় আটজনকে বিবাদী করা হয়েছেয়। এসব বিবাদীরা হলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নিয়োগ অনুমোদন প্রাপ্ত চাকুরী প্রার্থী ও বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসককে বিবাদীভুক্ত করা হয়।
সূত্র মতে, দ্বিতীয় ধাপে এবার উপজেলার ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগের নির্দেশনা আসে। ইতোমধ্যে ১৩টি বিদ্যালয়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অভিযোগ আছে, অনিয়মকে নিয়মে পরিণত করে ওইসব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একই প্রক্রিয়ায় ওই দুটি বিদ্যালয়ে নিয়োগ সম্পন্ন করতে গিয়ে অনিয়মের ঘটনা ফাঁস হয়ে যায়। বঞ্চিত চাকুরী প্রার্থীরা প্রতিকার পেতে অবশেষে আদালতের আশ্রয় নিয়েছে।
এদিকে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগের পাইপলাইনে প্রক্রিয়াধীন রয়েছে আরো পাঁচটি বিদ্যালয়। এই বিদ্যালয়গুলো হলে মিস্ত্রীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নয়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফ্রী আমিন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। গুঞ্জন চলছে এক একটি স্কুলে দপ্তরী কাম নৈশ প্রহরী পদটি তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবিব জানান, দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগের সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলায় আনিত অভিযোগ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, নিয়োগ নীতিমালার ৪(২) ধারা মতে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের সুপারিশমতে দপ্তরী কাম নৈশ প্রহরী পদে অনুমোদন দেয়া হয়েছে।