রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: মাদক নির্মূল করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি জুয়া, চুরি-ছিনতাই, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ জনসাধারণকে সঙ্গে নিয়ে ওইসব অন্যায় অবিচার রোধকল্পে পুলিশকে নিবেদিত হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু রাজারহাট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথাগুলো বলেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) এম.এম ময়নুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রজব আলী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী সর্দার, ইউপি সদস্য মো. বিল্পব আহমেদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।