নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ১৪ দিন অতিবাহিত হলেও প্রভাবশালী টাউট মাতবরদের ভয়ে মামলা করতে পারেনি বাদীরা । ৫ শতক জমির লোভ দেখিয়ে ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা চালিয়েছে মাতবরেরা।
জানাগেছে, গত ২৭ জুন দুপুরে শিলখুড়ি ইউনিয়নের আবুবকর সিদ্দিকের ৬ বছরের শিশু কন্যাকে চকলেটের লোভ দেখিয়ে জেঠাতো ভাই সাইকেল মেকার আলমগীর হোসেন (১৮) বাড়ির পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ের ভিতর একটি পরিত্যক্ত ঘরের ভিতর ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করার পর স্থানীয় মাতবররা ঘটনা মীমাংসার কথা বলে পরিবারটিকে আটকিয়ে রাখে। কিন্ত মেয়েটির অবস্থা সংকটাপন্ন হলে পরের দিন শিশুটিকে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি সিরিয়াল নং – ২৮০৮। ঐদিনই হাসপাতাল কর্তৃপক্ষ ধর্ষিতা শিশুটিকে কুড়িগ্রাম হাসপাতালে প্রেরণ করে। যার নং-আরই/ডব্লিউ,ও ৯৮০৫/৩৪ , সিরিয়াল নং ১৪। গত ৩ জুলাই ঐ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চান মিস্ত্রি, সহসভাপতি মজিবর রহমান , বিএনপির হযরত আলী, জামায়াতের আবুল হোসেন , ওমেদ আলী ও আব্দুর রাজ্জাক হযরত আলীর বাড়িতে বৈঠক করে। প্রথমে ১৬ শতক জমি দিয়ে ঘটনা আপোষ করার কথা বলা হলেও পরবর্তীতে আরেক দফা বৈঠকে তা কমিয়ে ৫ শতকে আনা হয়। এই ৫ শতক জমি দেবার কথা বলে আপোষ নামায় স্বাক্ষর নেয়া হলেও এখনও জমি রেজিষ্ট্রি না দেয়ায় ঘটনাটি প্রকাশ হয়ে পড়ে এবং বৃহস্পতিবার ভুরুঙ্গামারী থানা পুলিশ ধর্ষক আলমগীর হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধর্ষিতা শিশুটি বর্তমানে ভয়ে মামার বাড়িতে অবস্থান করছে।
ভুরুঙ্গামারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু সায়েম ঘটনার সত্যতা স্বীকার করে জানান , শিশুটি আসার পর আমরা এন্ট্রি করে রির্পোটের জন্য কুড়িগ্রাম হাসপাতালে পাঠিয়েছি। ওসি হাসান ইনাম জানান, অভিযোগ প্রকাশ হবার পর আমরা ধর্ষককে গ্রেফতার করেছি কিন্তু বাদীরা মামলা দায়ের করছেনা।