প্রযুক্তি ডেস্ক: সৈয়দপুর উপজেলায় ব্যাপক হারে কম্পিউটার শিক্ষার প্রসার ঘটেছে। সরেজমিনে দেখা গেছে, শহর এলাকার সৈয়দপুর প্ল¬াজা মার্কেট, শহীদ ডাঃ জিকরুল হক সড়ক, শেরেবাংলা সড়ক, তুলশীরাম সড়কসহ শহরের পাড়া-মহল্লাগুলো ও ইউনিয়নের হাট-বাজারগুলোতে কম্পিউটার শিক্ষার্থীর জন্য ব্যাপক হারে কোচিং সেন্টার চালানো হচ্ছে। এসব কোচিং সেন্টারে এলাকার উঠতি বয়সের তরুণ-তরুণীরা সহ বিভিন্ন বয়সি মানুষজন আধুনিক প্রযুক্তি কম্পিউটারের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ লাভের জন্য ভর্তি হয়ে কম্পিউটার প্রযুক্তির জ্ঞান আহরণ করছে। সরকার যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার সপ্ন জাতিকে দেখাচ্ছে, তখন এসব কোচিং সেন্টারের মালিকরাও সরকারের এ সপ্ন বাস্তবায়ন করে চলেছে বলে এলাকার অভিজ্ঞ মহল মত পোষন করেছেন।
প্ল¬াজা মার্কেটের টেকনো ফ্লাস নামের একটি কোচিং সেন্টারে গিয়ে দেখা যায়, সৈয়দপুর কলেজের ছাত্র আরমান, সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের ছাত্র রায়হান ও মহিলা কলেজের ছাত্রী রুমি কম্পিটার প্রশিক্ষণ নিচ্ছে। তাদের সাথে আলাপ হলে তারা জানায়, বর্তমানে প্রযুক্তির যুগে চাকুরীর ক্ষেত্রে কম্পিউটার জানা একান্তই দরকার। বর্তমান ডিজিটাল সময়ে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোন ক্ষেত্রে কম্পিউটার একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই, সময়ের সাথে তাল মিলিয়ে কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় টিকতে আমরাও কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছি।
এমন দৃশ্য দেখা গেছে শহরের নতুন বাবুপাড়া, পুরাতন বাবুপাড়া, মিস্ত্রীপাড়া, সাহেবপাড়া, কাজীহাট সহ ৫টি ইউনিয়নের ছোট-খাটো হাট-বাজারগুলোতেও। এসব কোচিং সেন্টারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা বাস্তব লদ্ধ প্রশিক্ষণ লাভ করার পাশাপাশি একটি কম্পিউটার সেট-আপ দেওয়া থেকে টাইপিং, ফটোশপের কাজ, গ্রাফিক্স ও ডিজাইনের কাজ সু-নিপুণভাবে শিখছে।
এনিয়ে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, সৈয়দপুরের শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সি পুরুষ-মহিলারা যেভাবে কম্পিউটার প্রশিক্ষণ লাভ করছে তাতে করে আওয়ামীলীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার সপ্ন ব্যর্থ হবেনা বলে আমি বিশ্বাস করি।
বোতলাগাড়ি, বাঙালিপুর, খাতা মধুপুর ইউপি’র চেয়ারম্যান যথাক্রমে সাইদুর রহমান সরকার, ডাঃ শাহাজাদা ও জুয়েল চৌধুরী সাংবাদিকদের জানান, প্রত্যন্ত অঞ্চলের গরীব শিক্ষার্থীরা কম্পিউটারের কাজ সহ এর সন্মদ্ধে যে জ্ঞান লদ্ধ করছে, তা’ দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বলে আমরা আশা করি, সেইসাথে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত কর্মক্ষেত্রেও সফলতা লাভ করবে।