লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটর সাইকেলসহ তিন জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, ওই উপজেলার পূর্ব ভেলাবাড়ি গ্রামের মৃত ছফর উদ্দিনের পুত্র আবুল কালাম(৩২), লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট সাঁকোয়া গ্রামের মৃত ফজলার রহমানের পুত্র মুরাদ মিয়া(২৬) ও খুটামারা গ্রামের সতীশ চন্দ্রের পুত্র মিলন চন্দ্র(৩০) বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানাগেছে, বুধবার রাতে আব্দুর রউফ ভেলাবাড়ি বাজারে গেলে ছিনতাইকারী চক্রটি তাকে আঘাত করে তার মোটর সাইকেল ছিনতাই করে নেয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আব্দুর রউফ বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে থানা পুলিশ প্রথমে আবুল কালামকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভেলাবাড়ি বাজার থেকে আটক করে ও তার দেয়া তথ্যমতে একই এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টায় মোটর সাইকেলসহ মুরাদ ও মিলনকে আটক করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হবে।