• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন |

নীলফামারীতে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান

OLYMPUS DIGITAL CAMERAনীলফামারী প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শুক্রবার নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা করেছে পরিবার পরিকল্পনা বিভাগ। সকালে বনার্ঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
“তারুণ্যে বিনিয়োগ, আগামীর উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২(সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নুর।
জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) এসএএম রফিকুন্নবীর সভাপতিত্বে আলোচনা সভায় নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(এএসপি) হাতেম আলী, পরিবার পরিকল্পা বিভাগ নীলফামারীর উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) আফরোজা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনায় অগ্রণী ভূমিকা রাখায় শ্রেষ্ঠ মাঠ কর্মী, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বেসরকারী উন্নয়ন সংস্থাসহ পাঁচজনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন মন্ত্রী আসাদুজ্জামান নুর।
জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আরডিআরএস, ব্র্যাক, সুর্যের হাসি ক্লিনিক, মেরি স্টোপ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা জনসংখ্যা দিবসের জেলা পর্যায়ের কর্মসুচীতে অংশগ্রহণ করে।
পরিবার পরিকল্পনা বিভাগ নীলফামারী উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) আফরোজা বেগম জানান, নির্বাচিত শ্রেষ্ঠদের তালিকায় রয়েছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান , সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, মাঠ কর্মী হাসনা হেনা ও খালেদা  বেগম, সদর উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান শাহ, বেসরকারী উন্নয়ন সংস্থার মধ্যে নীলফামারীর মেরী স্টোপ ও সৈয়দপুরের সুর্যের হাসি ক্লিনিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ