ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বৃহস্পতিবার ফুলবাড়ী ৪০ বিজিবি’র আয়োজনে এক সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুল রশিদ। ইফতার মাহফিল অনুষ্ঠানে বিজিবি’র বিভিন্ন বিওপির কোম্পানি কমান্ডার, জেসিও সকল বিজিবি সদস্য, বিজিবি সদর দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ফুলবাড়ী উপজেলার ও বিরামপুর উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের শুরুতেই দেশ ও জাতীর কল্যানে মহান আল্লাহ তালার দরবারে মোনাজাত করেন বিজিবি’র মসজিদের ইমাম।