• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন |

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ

New Rose Cafe, Saidpur

Bondukসিলেট : সরকারি কলেজের ভর্তি বাণিজ্য নিয়ে সিলেট নগরীর টিলাগড়ে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টায় টিলাগড় পয়েন্টে থেমে থেমে প্রায় ১৫ মিনিট গোলাগুলি চলে। পরে শাহ পরান থানা পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সরকারি কলেজে ছাত্রলীগ ভর্তি বাণিজ্য করে। ভর্তি বাণিজ্যের টাকা ভাগবাটোয়ারা নিয়ে শুক্রবার বিকেলে নগরীর টিলাগড়ে আজাদ গ্রুপের ছাত্রলীগ কর্মী সায়েসকে একই গ্রুপের ছত্রলীগ নেতা ডায়মন্ড মারধর করে। এর প্রতিশোধ নিতে রাত ১০টায় সায়েস তার সহকর্মী আকাশ ও অন্যানদের নিয়ে টিলাগড় পয়েন্টে এসে ডায়মন্ডকে খুঁজতে থাকে। এর এক পর্যায়ে সায়েস, আকাশ ও তাদের সহযোগীরা গুলি ছুড়তে থাকে। পরে ডায়মন্ড ও তার সহযোগীরা পাল্টা গুলি ছোড়ে।

এ সময় টিলাগড় পয়েন্টেসহ আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিলাগড় এলাকায় প্রায় ১৫ মিনিট দোকানপাট বন্ধ থাকে। এ সময় থেমে থেমে দুই পক্ষ গুলি ছোড়ে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টিলাগড় পয়েন্টে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের খরব পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ছাত্রলীগের দুই গ্রুপে  সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভর্তি বাণিজ্য নিয়েই ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলি করেছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ