• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ পূর্বাহ্ন |

ঈদের আগে-পরে ৫ দিন মহাসড়কে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা

truckঢাকা: ঈদ উপলক্ষে জনসাধারণের বাড়ি ফেরা নিরবচ্ছিন্ন করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) এবং রেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ঈদের আগের তিনদিন ও পরের দুদিন মহাসড়কে মালামালবাহী ভারী ট্রাক, কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়। শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আন্তঃমন্ত্রণালয় সভায়  যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও রেলমন্ত্রী মুজিবুল হক নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঈদের আগেই ঢাকার বিভিন্ন সড়কের দুরবস্থা তুলে ধরে তা মেরামতের ব্যাপারে প্রস্তাব দেয়া হয়। জবাবে ঢাকা সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ওয়াসাকে ২০শে জুলাইয়ের  মধ্যে তাদের আওতাধীন সড়ক মেরামত করে যান চলাচলের উপযোগী রাখার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করতে ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়। সভায় ঈদের আগের তিন দিন ও পরের দুদিন মালামালবাহী ভারী ট্রাক, কাভার্ডভ্যান চলাচল করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। তবে গার্মেন্টস পণ্য, পচনশীল দ্রব্য পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক ও কাভার্ড ভ্যান এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে। সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামসুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার আশপাশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ