• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন |

ইফতারের নয়, সংলাপের দাওয়াত দিন

Nomanঢাকা: ইফতারের নয়, সংলাপের দাওয়াত চাইলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। রাজনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার পার্টিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাওয়াত প্রসঙ্গে তিনি এ কথা বলেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে নোমান এ কথা বলেন।

নোমান বলেন, ‘আমরাও তাদের ইফতারের দাওয়াত দিয়েছি, তারাও আমাদের দিয়েছেন। এটা নতুন কিছু নয়। তবে এখন প্রয়োজন হলো সংলাপের দাওয়াত।’ তিনি বলেন, ‘ঈদের পর আন্দোলন সফল করতে হলে আন্দোলনে নেতৃত্বদানকারীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবেই আন্দোলন সফল হবে।’

সরকারের আচরণকে উগ্র-ফ্যাসিবাদ মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, আওয়ামী লীগ দেশকে নিজেদের পরিবারের সম্পদ মনে করে। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, দেশ এবং দেশের মানুষের জন্য আমাদের ক্ষমতায় যেতে হবে। আর তার জন্য তিনটি পথ খোলা রয়েছে- নির্বাচন, অভ্যুত্থান এবং জানুয়ারির মতো নির্বাচন। তৃতীয় ব্যবস্থাটি সুখকর নয়।

ফোরামের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আবদুল হালিম, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ