
ঢাকা: রাজধানীর গাবতলী এলাকায় সাবেক সংসদ সদস্য এস এ খালেকের অফিসের দেয়াল থেকে টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। গত রাত ১১টার দিকে দারুস সালাম থানা পুলিশ বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
গাবতলী বাস টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ এসআই নূরুজ্জামান জানান, লোক মারফত খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করেন।
তিনি জানান, এস এ খালেকের অফিসের পেছনের দেয়ালে ১০ ইঞ্চি লাল টেপ পেঁচানো বোমা পাওয়া যায়। এর উপরে একটি ঘড়ি ক্যাবল দিয়ে লাগানো অবস্থায় বোমাটি উদ্ধার করা হয়। পরে ফাঁড়িতে নিয়ে বালতির পানিতে ভিজিয়ে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়।