• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন |

পতাকা দেখতে মাগুরা যাচ্ছেন জার্মান কূটনীতিক

germany news limon_30507_0ঢাকা:মাগুরার কৃষক আমজাদ হোসেন বিশ্বকাপে জার্মান ফুটবল দলের প্রতি তাঁর অনুরাগের প্রকাশ হিসেবে তৈরি করেছিলেন জার্মানির সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এক পতাকা।

এই খবর জানার পর ঢাকায় জার্মান দূতাবাসের শার্জে দ্য আ্যফেয়ার্স ডঃ ফার্দিনান্দ ফন ওয়েহে এই জার্মান ফুটবল ভক্তের সঙ্গে দেখা করতে কাল মাগুরায় যাচ্ছেন। বিবিসি বাংলার কাছে এখবর নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তারেক।
তিনি জানান, জার্মান দূতাবাস থেকে মাগুরার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দূতাবাস থেকে জানানো হয়েছে শনিবার শার্জে দ্য অ্যাফেয়ার্স ডঃ ফন ওয়েহে কয়েকটি উন্নয়ন কর্মসূচি দেখতে যশোর হয়ে মাগুরা পৌঁছাবেন। সেসময় মাগুরা স্টেডিয়ামে তিনি কৃষক আমজাদ হোসেনের তৈরি করা জার্মান পতাকাটি দেখবেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

কৃষক আমজাদ হোসেন তাঁর নিজের অর্থে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পতাকাটি তৈরি করেন। এই খবর প্রচারিত হওয়ার পর এ নিয়ে ব্যাপক কৌতুহল তৈরি হয়। খবরটি জার্মান দূতাবাসেরও নজরে আসে।

আমজাদ হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, জার্মানি থেকে আনা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে তিনি এক কঠিন রোগ থেকে সুস্থ হন। সেই থেকে জামার্নির প্রতি তার একটা আলাদা টান। বিশ্বকাপে আগাগোড়াই তিনি জার্মান ফুটবল দলকে সমর্থন দিয়ে গেছেন।আগামী রবিবার জার্মানি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ