ঢাকা:মাগুরার কৃষক আমজাদ হোসেন বিশ্বকাপে জার্মান ফুটবল দলের প্রতি তাঁর অনুরাগের প্রকাশ হিসেবে তৈরি করেছিলেন জার্মানির সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এক পতাকা।
কৃষক আমজাদ হোসেন তাঁর নিজের অর্থে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পতাকাটি তৈরি করেন। এই খবর প্রচারিত হওয়ার পর এ নিয়ে ব্যাপক কৌতুহল তৈরি হয়। খবরটি জার্মান দূতাবাসেরও নজরে আসে।
আমজাদ হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, জার্মানি থেকে আনা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে তিনি এক কঠিন রোগ থেকে সুস্থ হন। সেই থেকে জামার্নির প্রতি তার একটা আলাদা টান। বিশ্বকাপে আগাগোড়াই তিনি জার্মান ফুটবল দলকে সমর্থন দিয়ে গেছেন।আগামী রবিবার জার্মানি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখী হবে।