ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হাজীর মোড় নামক স্থানে হাজী কল্যাণ সংস্থার মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে ইফতার মাহফিল ও আলোচনা সভা হাজীর মোড় কুবা মসজিদে শনিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত আলহাজ্ব মাওলানা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে এবং ইফতার মাহফিল আলোচনা সভায় বিভিন্ন এলাকার ২ শতাধিক হাজী হাজীর মোড় নামক স্থানে কুবা মসজিদে তাফসির মাহফিল ও মাহে রমজানের আলোচনা সভায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, হাজী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক রেজিয়া খাতুন ইনস্টিটিউটের পরিচালক মোঃ সুলতানুল আলম, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন, সহ সভাপতি ফুলবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আবুল হোসেন, অবসরপ্রাপ্ত এটিও মোঃ আব্দুল হামিদ ও অবসরপ্রাপ্ত এটিও মোঃ মমতাজ উদ্দিন। হাজী কল্যাণ সংস্থার মাহে রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট জন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় মহান আল্লাহ্ তায়ালার দরবারে সকল হাজীগণ মুসলিম উম্মাহর শান্তি কামনায় দেশ ও জাতীর কল্যাণে দোয়া ও মোনাজাত করেন।