ঢাকা : দেশের রাজনৈতিক সংকট নিরসনে বর্তমান অবৈধ সরকারের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, এ সরকারের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। কারণ, দেশের ৯৫ ভাগ মানুষ একদিকে, আর আওয়ামী লীগ অন্যদিকে। তাদের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান হবে না।
রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টি (একাংশ) আয়োজিত ইফতার পার্টিতে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, আজকে পার্লামেন্টে জনগণের প্রতিনিধি নেই, সেখানে জনগণের স্বার্থ নিয়ে কথা বলা হয় না। সংসদ এখন আড্ডাখানা।
তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নির্বাসিত। জনগণের কোনো অধিকার নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত গুম-খুন হচ্ছে। তাই এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। এ জন্য প্রয়োজন আন্দোলন। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার শান্তপূর্ণ সমাধান চেয়েছিলাম। কিন্তু আলোচনায় কোনো লাভ হবে না। আন্দোলন করেই এদের বিদায় করা হবে।
তিনি বলেন, রমজানেও মানুষের শান্তি নেই। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এদিকে সরকারের নজর নেই। দেশে লুটেরাদের শাসন চলছে। ডেসটিনি, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুফসহ সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ব্যাংকগুলোতে লুটপাট চালিয়ে দেওলিয়া করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ৯৫ ভাগ লোক আমাদের সঙ্গে আছে। নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। তারা ভোট দিতে চায়। তাই তাদের হাতে নেতৃত্ব ছেড়ে দিতে হবে। আমাদের দেশের তরুণ প্রজন্ম অনেক মেধাবী।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ড. তুহিন মালিক, পিয়াস করিম, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরুল্লাহ প্রমুখ।
এছাড়া বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, জাপান, রাশিয়া, চীন, কোরিয়া, মরক্কো, লিবিয়ার রাষ্ট্রদূতরা ইফতারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ, ড. আর এ গণি, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে শামিম সাঈদী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান, এনপিপি’র চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জেবেল রহমান গানি, ইসলামী ঐক্যজোটের মাওলানা সাখাওয়াত, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য ড. টিএম আই ফজলে রাব্বি প্রমুখ।
শীর্ষ নিউজ