• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:০২ অপরাহ্ন |

পিতার হত্যাকারীরাই অপহরণ করেছিল

Parvinসিসি ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) কাউন্সিলর পারভীন আক্তার জানিয়েছেন, তার পিতার হত্যাকারীরাই তাকে অপহরণ করেছিল। অপহরণের ঘটনার বিস্তারিত বিবরণও দিয়েছেন তিনি। গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে অপহরণের বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। হবিগঞ্জের একটি সড়কের পাশে ফেলে দেয়ার পর পারভীন আক্তার উদ্ধার হলেও অপহরণ ঘটনায় রোববার বিকাল পর্যন্ত গাজীপুর পুলিশ প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শনিবার অপহৃত কাউন্সিলর পারভীন আক্তার বলেন, বাবার হত্যা মামলা তুলে না  নেয়ার জন্যই তাকে অপহরণ করা হয়েছিল। আসামিরা মামলা তুলে নিতে শারীরিক নির্যাতন করেছে এবং অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়েছে। প্রাণভিক্ষা চাইলেও তারা ছেড়ে দেয়নি। ঊদ্ধারের পরও তিনি নিজের জীবন ও পরিবারের লোকজনের জীবন নিরাপদ মনে করছেন না। তিনি বলেন, আমার বাবাকে হত্যার পর মামলা করার পর থেকে আমাদের নানা ধরনের হুমকি দিয়ে আসছিল মামলার আসামি দুলাল হাজী ও তার লোকজন। এ বিষয়ে গত ৬ই জুলাই থানায় একটি জিডি করি। ওই জিডির কোন প্রতিকার পাইনি। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন তবে আমি এখন নিরাপদ নই। আজকের পর থেকে আমি আর কত দিন বেঁচে থাকবো তার নিশ্চয়তা  নেই। যে কোন মুহূর্তে ওরা আমাকে  মেরে ফেলতে পারে। আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। শুধু মামলা তুলে নেয়ার জন্য যে আমাকে তুলে নেয়া হয়েছিল তা নয়, আমাকে শেষ করে দিতে পারলে তো মামলাই শেষ। আমাদের পরিবারকেও নিশ্চিহ্ন করে দিতে চায় ওই চক্রটি। অপহরণ ঘটনার বর্ণনা দিতে গিয়ে পারভীন আক্তার আরও জানান, গত শুক্রবার একজন নারী তাকে ফোন করে প্রথমে ওই নারী ও স্বামীর মধ্যে ঝগড়াঝাটির কথা জানিয়ে আপস রফা করে দিতে তাদের বাসায় যেতে বলেন। কিছুক্ষণ পরে ওই নারী বলেন, তার কিছু স্বর্ণালঙ্কার আছে। আপাতত কিছু টাকা দিয়ে ওই স্বর্ণালঙ্কার নেয়ার প্রস্তাব রেখে মোবাইল ফোনে বাসার বাইরের সড়কে যেতে বলেন। পরে স্বর্ণ দেয়ার কথা বলে তাকে জিরানি বাজার এলাকায় ডেকে নিয়ে যান। পরে সেখানে সাভারমুখী দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের মাইক্রোবাসে  ডেকে তোলে। মাইক্রোবাসে উঠেই তিনি হাজী দুলাল, জুয়েল, সুমনসহ পাঁচ-ছয়জনকে দেখতে পান। তখন পারভীন আক্তারের মুখে রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে যান। কয়েক ঘণ্টা পর জ্ঞান ফিরে দেখেন তিনি একটি ফ্ল্যাট বাসায়। তাকে কিল-ঘুষি-লাথি দিয়ে শারীরিক নির্যাতন করে মামলা তুলে নিতে বলা হয়। এসময় তিনি প্রাণভিক্ষা চান। পরে আবারও নাকে রুমাল চেপে অজ্ঞান করা হয়। কাউন্সিলর পারভীন আক্তার বলেন, কিছুটা জ্ঞান ফেরার পরেও তিনি দেখেন যে তিনি মাইক্রোবাসে রয়েছেন। তবে মাইক্রোবাসটি কোনদিকে যাচ্ছিল তা তিনি বুঝতে পারেননি। সন্ধ্যায় পথের মধ্যে বেশ একটি চেকপোস্টে কয়েকজন পুলিশ দেখে অপহরণকারীরা গাড়ি ঘুরিয়ে তাকে অন্য আরেকটি সড়কে নিয়ে যায়। রাত আটটার দিকে তাকে পেছনে হাত বাধা অবস্থায় সড়কের পাশে ফেলে  দেয়। পারভীন আক্তার বলেন, সেখানে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক তাকে হবিগঞ্জের আউশকান্দি গ্রামের বাজারে রেখে যান। সেখান থেকে পরে হবিগঞ্জের নবীগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভোর রাতে হবিগঞ্জ থেকে রওনা দিয়ে রোববার ভোরে তাকে আনা হয় গাজীপুরে। ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন উদ্ধার হওয়া কাউন্সিলরের বরাত দিয়ে বলেন, কাউন্সিলর পারভীন আক্তারের পিতার হত্যা মামলার আসামি দুলাল হাজী, জুয়েল, সোহেল ও তাদের সহযোগীরা তাকে অপহরণ করেছে- এ তথ্য যাচাই বাছাই করে ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে এবং প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। তাকে আদালতে পাঠানো হচ্ছে, জবানবন্দি নেয়ার পর আদালতের সিদ্ধান্তেই হয়তো তিনি তার স্বজনদের কাছে ছুটে যাবেন। এ ঘটনায় অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওয়ার ব্যাপারে পুলিশ সুপার আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, অভিযোগের পর পারভীন আক্তারকে উদ্ধার করার বিষয়টি ছিল বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এখন মূল কাজ হলো অপহরণকারীদের  গ্রেপ্তার করা। এর মধ্যে অভিযান শুরু হয়েছে। ব্রিফিংয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত ওসি এস এম কামরুজ্জামান,  গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আমির  হোসেন উপস্থিত ছিলেন। এ ঘটনায় হাজী দুলাল, জুয়েল ও সুমনসহ পাঁচ থেকে ছয়জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন পারভীন আক্তারের স্বামী মিনহাজউদ্দিন। এদিকে অভিযুক্ত হাজী দুলাল খানের সঙ্গে মোবাইল ফোনে শনিবার দুপুরে কথা হয়। তিনি  জানান, বর্তমানে তিনি রয়েছেন সিরাজগঞ্জে। দুলাল হাজীর দাবি, তিনি কোন ভাবেই পারভীন আক্তারকে তুলে নেয়ার সঙ্গে জড়িত নন, এমনকি তার বাবার হত্যার ঘটনার সঙ্গেও জড়িত নন। এছাড়া, কাউন্সিলর নির্বাচনের সময় তার কাছ থেকে অনেক টাকা নিয়ে পারভীন আক্তার নির্বাচনী কাজে ব্যয় করেছেন। মানবজমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ