• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন |

আওয়ামীলীগ আন্দোলনে হেড মাস্টার

New Rose Cafe, Saidpur

Surinঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, আর যাই বলেন না কেন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ হবে না।তারা আন্দোলনের হেড মাস্টার।

সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন।  তিনি বলেন, আওয়ামী লীগ দুটি যায়গায় সফল।একটি আন্দোলন অপরটি মুক্তিযুদ্ধ।একা একা গণতন্ত্র হয় না। এতে মত ও পথের ভিন্নতা থাকবে।

তাই ঈদের পরে যদি আপনারা আন্দোলনের নামে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অনিয়মতান্ত্রিকভাবে গণ অভ্যূত্থানের মাধ্যমে নামানোর চেষ্টা করেন তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতাসহ আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে গণতান্ত্রিক সরকারের প্রশাসনিক অঙ্গগুলো বসে থাকবে না। তারা কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, একদল বলে রোজার পরই আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন ঘটাবে। আরেকদল বলে আয় আমরাও মাঠে থাকব।আসলে এটা তো গণতান্ত্রিক ভাষা না।

আপনারা বলতে পারতেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার পতন করব।গণতান্ত্রিক সাংস্কৃতি নির্মাণে শুধু সরকারী দলই কাজ করবে না।বিরোধী দলগুলোরও দায়িত্ব রয়েছে।

খালেদা জিয়াকে অনুরোধ করব গণতান্ত্রিক সংস্কৃতির মাধ্যমে আপনি সরকারে ফিরে আসেন।এতে যদি জনগণ আপানদের গ্রহণ করে এবং আমরা বিরোধী দলে বসি তাতে কোন দু:খ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ