চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এবং হালিশহর এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সাইদুর রহমান (২৫), মো. রাশেদুল হাসান (২১), আব্দুল গফুর (১৯)।
র্যাবের সহকারী পরিচালক এএসপি মো. সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ব্যক্তি সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি’র ব্যবসা করছিল। নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী কাঁচা বাজার সুরিয়া মার্কেট এবং হালিশহর থানাধীন শহিদ মঞ্জিলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভিওআইপি মালামালসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া ভিওআইপি সামগ্রীর আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।