• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :

প্রেমিকের মস্তকবিহীন লাশ উদ্ধার, প্রেমিকা আটক

New Rose Cafe, Saidpur

Lasচুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া কেরু কৃষি খামারের পূর্ব মাঠের আখক্ষেত থেকে রবিউল ইসলাম (৪২) নামে এক প্রেমিকের মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকু- উপজেলার বেড়াখালি গ্রামের নাজিম উদ্দীন মন্ডলের ছেলে।
এলাকাবাসী জানান, গত ১১ জুলাই বিকেলে রবিউল ইসলাম তার প্রেমিকা একই গ্রামের রুশিয়া খাতুনের হাত ধরে বাড়ি থেকে বের হয়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। বিষয়টি সন্দেহ হলে ১৪ জুলাই বিকেলে হরিণাকুন্ড থানা পুলিশকে জানায় রবিউলের পরিবার। পরে পুলিশ রাতেই প্রেমিকা রুশিয়া খাতুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের বাবা নাজিম উদ্দীন জানান, রুশিয়া প্রেমের অভিনয় করে বাড়ি থেকে ডেকে নিয়ে সহকর্মীদের দিয়ে তার ছেলেকে হত্যা করিয়েছে।

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে রবিউলকে খুন করা হতে পারে। ধারণা করা হচ্ছে, ১১ জুলাই রাতে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ