সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল পার্ববতীপুর মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হাফেজ আলী আজম(৫৮)। এ ঘটনায় ট্রাক্টর চালক আসাদুলকে আটক করেছে পুলিশ।
জানা যায়, নীলফামারীর টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের হাফেজপাড়ার হাফেজ আলী আজম সাইকেল নিয়ে রাস্তা পারাপারের বালু ভর্তি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাফেজ নিহত হয়। এলাকাবাসী ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে চালক ও ট্রাক্টরটি থানায় নিয়ে আসে। ট্রাক্টর চালক আসাদুলের বাড়ী সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায়। আটক ট্রাক্টরটি শহরের কয়ানিজপাড়ার রশিদুল ইসলামের বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।