• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন |

রাজারহাটে ভিজিএফ’র পঁচা দূর্গন্ধযুক্ত চাল বিতরণ

kurigramরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে ভিজিএফ’র নিম্নমানের চাল বিতরণ করা নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক পাল্টা-পাল্টি বক্তব্য প্রদান করেছেন। এ নিয়ে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে ৩২ হাজার ৮৫টি দরিদ্র পরিবারকে মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণের লক্ষ্যে ৩২০.৮৫০ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেছে। মঙ্গলবার রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের ৫টি ওয়ার্ডে এবং গতকাল ৪টি ওয়ার্ডে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নাজিমখান ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার অনুপস্থিতিতে পঁচা-ময়লা, দূর্গন্ধযুক্ত চাল তাও আবার জন প্রতি ১০ কেজির স্থলে সাড়ে ৮ হতে ৯ কেজি করে বিতরণ করা হয়েছে। নাজিমখান ইউপি’র ভিজিএফ কার্ডের চাল উত্তোলনকারী গোলজার আলী (৩২), মোর্শেদা বেগম (২৮), মেহের নেগার (৪২)সহ একাধিক ব্যক্তি জানান, সাড়ে ৮ কেজি হতে সর্বোচ্চ ৯ কেজি চাল দেয়া হয়েছে এবং তারা ওইসব পঁচা-দূর্গন্ধযুক্ত চালগুলো খাওয়ার উপযোগী না হওয়ায় স্থানীয় পাইকারদের কাছে ২০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তারা আরও ক্ষোভ প্রকাশ করে এ প্রতিবেদককে বলেন, বাবা এ যেন মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। নাজিমখাঁন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. জামাল উদ্দিন সরকারের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি চাল কম দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, মাঝে মধ্যে দু’একটি বস্তার চাল খারাপ ছিল এটা ঠিক। রাজারহাট খাদ্য গুদামের উপ-পরিদর্শক মো. মনোয়ারুল ইসলাম রঞ্জু বলেন, গোডাউন থেকে পঁচা-দূর্গন্ধযুক্ত চাল দেয়ার প্রশ্নই ওঠে না। গোডাউন থেকে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাদের প্রতিনিধিগণ চাল পরীক্ষা-নিরীক্ষা পূর্বক উত্তোলন করার কথা তিনি জানিয়েছেন। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস.এম সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানা ছিল না। এখন থেকে ভালভাবে ভিজিএফ’র চাল দেখে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হবে। আর অত্র গুদামে চালের মান খারাপ হওয়ার প্রশ্নই আসে না। ক’দিন পর পর আমি এবং আর.সি ফুড মহোদয় ওই খাদ্য গুদামগুলো পরিদর্শন করে থাকি। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমানের সঙ্গে এ বিষয়ে তাঁর মূঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি ছুটিতে আছি। বিষয়টি তিনি পিআইওকে জানাবেন এবং ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম কিছু হলে তদন্তপূর্বক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ ছাড় পাবেন না বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ