• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন |

পার্বতীপুরে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

New Rose Cafe, Saidpur

parbatipur_(Dinajpur)__Photo_17.7.14পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:  পার্বতীপুরে অর্ধগলিত অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হলদিবাড়ী বার্মা স্টেশনে পুর্ব দিকে রেল লাইনের ধারে পানিতে ভাসমান অজ্ঞাত (৩৫) যুবকের অর্ধগলিত উদ্ধার করে পুলিশ। যুবকটির গায়ে ফুল হাতা কালো রঙ্গের গেঞ্জি ও পরনে ছিল নীল রঙ্গের জিন্সের প্যান্ট। এব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পার্বতীপুর মডেল থানার তদন্ত ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, কে বা কারা তাকে হত্যা করে রেল লাইনের ধারে পানিতে ফেলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ