নীলফামারী প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে নীলফামারীতে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের আয়োজনে নীলফামারী সরকারী শিশু সদন কেন্ত্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমদে, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর ইসলাম রিন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোহেল রানাসহ সরকারী শিশু সদনের সকল এতিম শিশু, কর্মকর্তা কর্মচারী, ছাত্রলীগের জেলা, উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক জানান, ছাত্রলীগ সব সময় সমাজের অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে। পবিত্র মাহে রমজানে এই সকল বাবা-মা হারা শিশুদের নিয়ে তাদের সাথে ইফতার করতে পেরে আমরাও গর্বিত।