কুড়িগ্রাম : কুড়িগ্রাম ও রংপুর সড়কের কাঁঠালবাড়িতে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বিআরটিসি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার টগরাইহাট গ্রামের রাজ মোহনের ছেলে শান্ত (২২) ও তার বন্ধু দিনাজপুরের পাবর্তীপুর জেলার রবি দাসের ছেলে পরেশ (২০)।
পুলিশ জানায়, কাঁঠালবাড়ি স্বর্ণমহল সিনেমাহলের পাশে সড়কে সাইড নিতে গিয়ে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।