কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: বর্তমান সরকার পরিবেশ বান্ধব সরকার। শেখ হাসিনা সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর এ মৌসুমে গাছপালা বা গাছের চারা রোপনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বরোপ করে প্রতিটি জনগনকে কমপক্ষে একটি করে গাছের চারা বা বৃক্ষ রোপন করার জন্য আহব্বান জানান। কথাগুলো বলেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। তিনি শনিবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বীশ কুমার সরকার, আ’লীগের অন্যতম সদস্য মোঃ মনসুর রহমান প্রমুখ। ফলদ বৃক্ষ রোপন মেলায় ১১টি ষ্টল প্রদর্শন করা হয়।
কাহারোলে সর্পদংশনে ৫ সন্তানের জননীর মৃত্যু
দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আসির উদ্দীনের ৫ সন্তানের স্ত্রী জাহানারা বেগম (৪৬) গত শুক্রবার রাতে বাড়ির উঠানে ভুট্টার গাছের স্তুপে পলিথিন দিয়ে ঢাকানোর সময় ডান পায়ে বিষাক্ত সাপের দংশনে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।