বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গত এক বছরে ৪১৩ জন যক্ষা রোগী চিহিৃত করে বিনামুল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর যৌথ আয়োজনে উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, নিজপাড়া, সুজালপুর, মোহম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়ন সমুহের ৯৯টি ওয়ার্ড ও পৌর সভার ৯টি ওয়ার্ডসহ মোট ১০৮টি ওয়ার্ডের প্রত্যন্ত পল্লীর পাড়া-গায়ে অনুসন্ধান চালিয়ে সরকারের স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচী ব্যাবস্থাপক আব্দুল হালিমের নেতৃত্বে ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচী সংগঠক ১১ জন ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচী সংগঠক ও ১৮৫ জন আয়ার সহযোগিতায় গত জুলাই/১৩ হতে চলতি বছরের জুন পর্যন্ত এক বছরে ৪১৩ জন যক্ষা রোগী চিহিৃত করেন। যক্ষা চিহিৃত রোগীদের তাৎক্ষনিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ৪ দিন চিকিৎসা শেষে ব্র্যাক স্বাস্থ্য কর্মসচীর কাছে হস্তান্তর কর হয়। ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর তত্বাবধানে বিনামুল্যে ৬ মাস চিকিৎসা প্রদানকালে শতকরা ৯০ ভাগ ৩৮৫ জন যক্ষা রোগী রোগ মুক্ত হয়েছে। তবে চলতি বছরে একই এলাকায় অনুসন্ধান করে ১৯ জুলাই পর্যন্ত ৪৬ জন রোগীর প্রাথমিক চিকিৎসা শেষে ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত এবছর কোন যক্ষা রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আদিবাসী শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা শীর্ষক মতবিনিময়
বীরগঞ্জে শুক্রবার বিকেলে আদিবাসী শিশুদের মাঝে প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মোহনপুর ইউনিয়নের জোতরঘু আদিবাসী প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে আরডিআরএস বাংলাদেশ সিড্স প্রকল্পের আয়োজনে ও ষ্ট্রম ফাউন্ডেশনের অর্থায়নে আদিবাসী শিশুদের মাঝে প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়। মোহনপুর ইউনিয়ন ফেডারেশন সভাপতি প্রনতি মুর্মু সভাপতিত্ব আদিবাসী শিশুদের মাঝে প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কামারপাড়া জোতরঘু সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কমল চন্দ্র রায়, মোহনপুর ইউপি সদস্য কানাই সরকার, মোছাঃ হাছেনা বেগম, আরডিআরএস বাংলাদেশ সিড্স প্রকল্পের সোস্যাল মবিলাইজার প্রদীপ কুমার বর্মন প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির উপর গুরুত্বারোপ করা হয়। একই দিনে ছোট বোচাপুকুর আদিবাসী কিশোরী বাগান কেন্দ্র থেকে বাল্য বিয়ে প্রতিরোধে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে কিশোরী বাগান কেন্দ্র এসএসটি’র সভাপতি ছানি মার্ডির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ফিল্ড ফ্যাসিলিলেটর ফারহানা মাহ্মুদ, আনোয়ারা বেগম, রানু হাসদা ও গোবিন্দ হাসদা প্রমুখ।