• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন |

না’গঞ্জে নিহত নজরুলের স্ত্রী ও ভাইসহ ছয়জনের মনোনয়নপত্র সংগ্রহ

ECসিসিনিউজ: আলোচিত সেভেন মার্ডার ঘটনায় নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের ২নং ওয়ার্ডের নির্বাচন উপলক্ষে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, ভাই আব্দুস সালাম, হাজী আব্দুর রহিম, ইকবাল হোসেন, মাসুদ রানাসহ ছয়জন। আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের ছিল শেষ সময়।
উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২০ জুলাই। বাছাই অনুষ্ঠিত হবে ২১ জুলাই। প্রত্যাহারের শেষ দিন ৩ আগস্ট। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ আগস্ট। আগামী ২১ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয় প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকা থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ