ঢাকা: শ্রম মন্ত্রনালয় ২৬ জুলাইয়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধের নিশ্চয়তা দিলেও ৮৫% গার্মেন্টস কারখানায় ঈদের আগে বেতন-ভাতা প্রদানের কোন নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন।
সংগঠনটির এক প্রতিবেদনে বলা হয়, ২৬ জুলাইয়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধের নিশ্চয়তা দিলেও ৮৫% গার্মেন্টস কারখানায় ঈদের আগে বেতন-ভাতা প্রদানের কোন নিশ্চয়তা নেই। ১৫% কারখানায় ১০/১৫ দিনের বেতন দিবে এবং বেতনের ৪০ থেকে ৪৫% বোনাস দিবে। এক মাসের ওভারটাইম কোন কারখানাতেই দিবে না।
শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর কমরেড নির্মল সেন মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, দেশের ১০ লক্ষ সাব-কন্ট্রাক্ট শ্রমিক বোনাস তো দুরের কথা ১৫ দিনের বেতনও পাওয়ার নিশ্চয়তা নেই। ১০ লাখ পিস রেটের সোয়েটার কারখানার শ্রমিকদের অবস্থাও অনুরূপ। তাদের বোনাস দেওয়া হবে না। ১৫ দিনেরও পিস রেট পাবে কিনা তা নিয়েও শঙ্কায় আছে শ্রমিকরা।
সংগঠনের সভাপতি মোশরেফা মিশু অভিযোগ করে বলেন, ২৬ জুলাইয়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও মালিকপক্ষ থেকে এ বিষয়ে কোন আশ্বাস পাওয়া যায়নি। এ ক্ষেত্রে রয়েছে বিরাট শুভঙ্করের ফাঁকি। এছাড়াও জুলাই মাসের বেতন-ভাতা কতভাগ কি পরিমাণ দেওয়া হবে এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় পরিষ্কার করেনি।
এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৬ জুলাইয়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে । এর দায়-দায়িত্ব মালিকপক্ষকে নিতে হবে। সরকারও সে দায় এড়াতে পারবে না।
রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিকদের জন্য সরকারের ত্রাণ তহবিলের ১০৫ কোটি টাকা ঈদের আগেই ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে বিতরণ করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া সকলকে রানা প্লাজা ও তাজরিনের ক্ষতিগ্রস্থ শ্রমিকদের পাশে দাড়াঁনোর আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি মোশরেফা মিশুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনা আক্তার, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় নেতা শফিউল ইসলাম প্রমুখ।