• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন |

ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

New Rose Cafe, Saidpur

hiliসিসি ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি টানা ৬ দিন পুরোপুরি বন্ধ থাকবে। এসময় বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে চালু থাকবে ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

২৭ জুলাই রোববার হতে ১ আগষ্ট শুক্রবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ থাকবে। এবং ২ আগষ্ট শনিবার পুনরায় এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু হবে।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, পবিত্র ঈদুল ফিতর যথাযথভাবে পালনের জন্য বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়শনের এক বৈঠকে এ বন্দর দিয়ে দু’দেশের মাঝে ৬ দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। সে সিন্ধান্ত মোতাবেক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি ভারত হিলি এক্সপোর্টার এন্ড সি এন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি রপ্তানিকারকসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যাবস্থাপক (প্রশাসন) এস, এম হায়দার জানান, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিন্ধান্ত মোতাবেক টানা ৬ দিন বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা মুদ্দিন জানান, ঈদ উপলক্ষে বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ