সিসিনিউজ: দুর্ঘটনার শিকার হয়েছে কক্সবাজারে ইউনাইটেড এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। তবে বড় ধরণের প্রাণহানি থেকে রক্ষা পেয়ে ৬৩ জন যাত্রী। কেউ হতাহত হয়নি।
রোববার বিকেল পৌনে ছয়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ৬৩ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের দিকে উড়ে যায় ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান। পৌনে ছয়টার দিকে কক্সবাজা বিমানবন্দরে অবতরণের পরেই দুর্ঘটনার মুখে পড়ে এটি। এরপর আর সামনে এগিয়ে যেতে পারেনি বিমানটি।
বিমানের যাত্রী ছৈয়দ আহমদ উজ্জল জানান, হঠাৎ পর পর বিকট শব্দে করে বিমানটি। এতে যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এসময় তারা তাড়াহুড়া করে নেমে পড়ে। তবে কেউ আঘাতপ্রাপ্ত হয়নি।
এয়ারওয়েজ কর্তৃপক্ষের দাবি, রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে যাওয়ার পথে উড়োজাহাজটি ওই দুর্ঘটনার শিকার হয়। তবে নোজ হুইল ভেঙে যায়নি। অন্য কোনো কারণে এটি আটকে গেছে।
কক্সবাজার বিমান বন্দরের ব্যবস্থাপক হাসান জহির জানান, ইউনাইটেড এয়ার অবতরণকালে একটি চাকা ভেঙে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।