দিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলার রাজাপুর গ্রামের কৃষ্ণ মাস্টার পাড়া গ্রামের রুহি দাসের বাড়ি হতে ৪০টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে এসব বাচ্চা উদ্ধার করা হয়।
রুহি দাসের বাড়ির রান্না ঘরের পাশে প্রতিবেশি এক মহিলা প্রথমে ১টি কোবরা সাপের বাচ্চা দেখতে। মহিলার চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসে। এ সময় উপজেলার মাস্টার পাড়া গ্রামের সাপুড়ে শ্যামল চন্দ্র রায়ের শরণাপন্ন হয়। সাপুড়ে শ্যামল বিশেষ মন্ত্রের মাধ্যমে ওই বাড়ির গর্ত থেকে এঁকে এঁকে ৪১টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার করে। শুধু তাই নয়, শ্যামল ওই বাড়ি থেকে আরো একটি ভিন্ন প্রজাতির বিশাল সাপ উদ্ধার করে। স্থানীয়ভাবে ওই সাপকে দাড়াশ বলে। সাপের বাচ্চাগুলো ১২/১৪ ইঞ্চি লম্বা ও দাড়াশ সাপটি অন্তত ৫/৬ ফুট লম্বা। উল্লেখ্য, ১৬ বছর পূর্বে ভারতের কামরুক কামাক্কায় শ্যামল তার স্ত্রী শেফালী রানী রায়ের নিকট সাপ ধরার মন্ত্র শিখেন।