পীর হাবিবুর রহমান: এক. ইচ্ছা করে অনেক কিছুই লিখি। পাঠকের অনুরোধও আসে। সামাজিক আচার-অনুষ্ঠানে খুব কম যাওয়া হয়। গেলে অনেকেই বলেন, আগের মতো লেখালেখি করছি না। কেউ বা বলেন নিয়মিত লেখা পড়ছেন। ফিলিস্তিনি নারী-শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা, ধ্বংসলীলা মানুষকে ব্যথিত ও বিক্ষুব্ধ করে রেখেছে। ফেসবুক, টুইটার সর্বত্র এই নিন্দার ঝড়। স্বাধীন ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য বছরের পর বছর, যুগের পর যুগ মাটির প্রতি ভালোবাসায় নিরপরাধ নারী ও শিশু যেভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তা আজকের দুনিয়ায় বিরল। সেই হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ দারুণ এক বক্তৃতা করেছেন! বলেছেন, ইসরায়েলি ইহুদিদের সঙ্গে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির যোগাযোগ রয়েছে। এমনকি ইসরায়েলি হামলায় বিএনপির ইন্ধন রয়েছে! হায় সেলুকাস! কী বিচিত্র এই দেশ! রাজনীতির মান কোথায় গিয়ে নেমেছে!
দায়িত্বহীন কথাবার্তার প্রতিযোগিতায় কাণ্ডজ্ঞানহীন মন্তব্য শুনে শয়তানও হাসে! বিএনপি-জামায়াত শাসনামলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর পরিচালিত বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনায় বিশ্ব বিবেক যখন স্তম্ভিত তখন ক্ষমতাসীন বিএনপির মন্ত্রী-নেতারা বলেছিলেন, আওয়ামী লীগ সভানেত্রী নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন! আমাদের ক্ষমতার রাজনীতির ছায়ায় থাকা নেতা-কর্মীদের অতিকথন কখনো কখনো মূর্খতার সীমা অতিক্রম করে গণ্ডমূর্খের কাতারে নিয়ে যায়। সেবার বিএনপি জমানায় দেখেছি, এবারও দেখছি। যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর সরকারের সমালোচনা করলেই শাসক দলের কেউ কেউ বলতেন, এ হলো যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্র। ভাবখানা এমন স্বামী-স্ত্রীর ঝগড়া লাগলেও এই নেতারা আগবাড়িয়ে ষড়যন্ত্রের আলামত খুঁজবেন। এমনকি মালয়েশিয়ান এয়ারলাইন্স যেটি ভূপাতিত করা হয়েছে বা যেটি হারিয়ে গেছে তার পেছনেও বিএনপির হাত আছে বলতে পারেন এসব নেতা! ড. হাছান মাহমুদ একজন ভদ্র, বিনয়ী, সজ্জন মানুষ। বিএনপি শাসনামলে দেশে ফিরে তিনি যখন আজকের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হন তখন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ টেলিফোন করে আমাকে বলেছিলেন, ড. হাছান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন। অত্যন্ত মেধাবী ও ভদ্র এই সাবেক ছাত্রনেতাকে যেন মিডিয়ায় কাভারেজ দেই। তার সঙ্গে আমার সম্পর্ক স্বাভাবিক। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য এবং পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে বন ও পরিবেশমন্ত্রী হন। কিন্তু ইসরায়েলের সঙ্গে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সম্পর্ক নিয়ে যে অভিযোগ করেছেন তাতে ব্যথিত এবং ক্ষুব্ধ। কারণ এ ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশ যতটা না নষ্ট করে, রাজনীতিবিদদের দায়িত্বশীলতা তার চেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করে। ড. হাছান মাহমুদ কেন এমন বললেন, এমন বললে বুঝি মন্ত্রী হওয়া যায়!
১৯৯৪ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। সেই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি সারা দেশ সফর করেছেন জনমত গঠনের লক্ষ্যে। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এ স্লোগান ছড়িয়েছিলেন শেখ হাসিনা তার দাবির পক্ষে। আমরা তার সফরসঙ্গী ছিলাম। কমলাপুর থেকে চট্টগ্রামে ট্রেনমার্চ শুরু করার এক-দুই দিন আগে উত্তরবঙ্গ সফর করেছেন। নাটোরে শেখ হাসিনার ট্রেনের বগিতে তৎকালীন শাসক দল বিএনপির ক্যাডাররা গুলি করেছিল। আওয়ামী লীগ নেতা-কর্মীরা ছিলেন বিক্ষুব্ধ। চট্টগ্রামগামী ট্রেনমার্চে শেখ হাসিনার সঙ্গে তোফায়েল আহমেদসহ সব স্তরের নেতারা ছিলেন। মিডিয়াবান্ধব তোফায়েল সব কম্পার্টমেন্টেই আড্ডা দিতেন। পথে পথে নেতারা বক্তৃতা করতেন।
এখনো মনে পড়ে খুব ভোরে ফেনীতে ট্রেন পৌঁছলে ছাত্রলীগ সুশৃঙ্খলভাবে নানা ছন্দে, স্লোগানে, কবিতায় শেখ হাসিনাকে অভিবাদন জানিয়েছিল। মঞ্চে তাদের নেত্রীর সঙ্গে ছিলেন শুধু ওবায়দুল কাদের ও জয়নাল হাজারী। ট্রেনমার্চ শেষে লালদীঘি ময়দানে জনসভা হয়েছিল। রাতে কোনো এক রেলস্টেশনে তৎকালীন সদ্যবিদায়ী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আজকের হুইপ ইকবালুর রহিম মাইকে বলছিলেন, বিএনপির মন্ত্রীদের আমরা কোথাও সভা-সমাবেশ করতে দেব না। নাটোরের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষুব্ধ ইকবালুর রহিম আবেগ যন্ত্রণা থেকে এ কথা বলেছিলেন। কিন্তু তোফায়েল আহমেদ তাকে ডেকে ধমক দিয়েছিলেন। বলেছিলেন, এভাবে দায়িত্বহীন কথা বলবা না। বিএনপির মন্ত্রীদের সভা-সমাবেশ বন্ধ করতে পারবা না। যেটা পারবা না সেটা বলবা না। ইকবালুর রহিম ব্যক্তিগত জীবনে উত্তরবঙ্গের একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তানই নন, নিজেও আচার-ব্যবহারে একজন পরিশীলিত রাজনীতিবিদ। দায়িত্বহীন কথাবার্তা তাকে কখনো আর বলতে শুনিনি। আজকাল আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলে যখন ড. হাছান মাহমুদরা দায়িত্বহীন কথা বলেন তখন মনের ভেতর প্রশ্ন জাগে, তোফায়েল আহমেদরা কি আছেন? দায়িত্বহীন কথাবার্তা বন্ধে ধমক না-ই দিন, অনুরোধ কি করতে পারেন না? ঐতিহ্য সৃষ্টির চেয়ে তার মর্যাদা ধরে রাখা অনেক কঠিন। আমাদের আজকের রাজনীতির দিকে তাকালে কখনোই মনে হয় না আমাদের অতীত কত গৌরবের, আর বর্তমান কী দুঃসহ অবক্ষয়ের! ভবিষ্যতে কী অপেক্ষা করছে তা জানি না। একসময় মঞ্চে রাজনীতিবিদরা শোভা পেতেন। কালের পরিবর্তনে রাজকর্মচারীদের কদর বেড়েছে। আমাদের অতীত ছিল শেরেবাংলা ফজলুল হকের রাজনীতি, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনীতি, মজলুম জননেতা মওলানা ভাসানীর রাজনীতি! আমাদের রাজনীতিকে এক সে াতে এনে স্বাধীনতার মুকুট পরেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের রাজনীতি কী ত্যাগ, কী গণমুখী, কী আদর্শনির্ভর ছিল তা ভুলে যেতে হয় একালের সুযোগসন্ধানী সুবিধাভোগী ভোগবিলাসে মত্ত রাজনীতির হালহকিকতের দিকে তাকালে।
দুই. কথা বললেই বাড়ে কথা। তার পর অনেক কথা এসে যায়। সমাজের রন্ধ্রে রন্ধ্রে লোভ-লালসা ছড়িয়ে পড়ছে। দুনিয়াজুড়ে ব্যবসায়ী আর শোবিজ জগতের তারকারা ভোগবিলাসের জীবনযাপন করেন। আজকাল চড়া ব্যাংক সুদ, আমলাতন্ত্রের নানা জটিলতা, পথে পথে বাধা ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেয়। মধ্যস্বত্বভোগী দালাল আর সুযোগসন্ধানী রাজনৈতিক ক্ষমতায় আশ্রিত তদবিরবাজরা মুনাফা লুটে। শেয়ার কেলেঙ্কারি হয়ে যায়, ব্যাংকের টাকা লুট হয়ে যায়, ভিওআইপি ব্যবসার নামে দুর্নীতি তো আছেই। সামাজিক আচার-অনুষ্ঠান কোথাও যাওয়া যায় না। গেলে লেখা যায় না। একসময় সমাজে নীতিবান, আদর্শবান সৎ মানুষের কদর ছিল বেশি। মূল্যবোধের অবক্ষয়ের এই সময়ে নষ্টদের কদর বাড়ছে দিন দিন। এখন তথাকথিত রাজনীতিবিদদের অনেকে ভোগবিলাসের জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন। যখন যে দল ক্ষমতায় আসে পাঁচটি বছর আলাদিনের চেরাগ তাদের হাতে চলে আসে! আর তারা বিত্তবৈভব, সম্পদের পাহাড় গড়েন। বিনিয়োগহীন এমন টাকা উৎপাদনের উর্বর ভূমি পৃথিবীর আর কোথাও নেই। মধ্যরাতের টকশোতে কাঁচাপাকা চুলের বামুনেরা সরকারের দালালি করে কথা বলে যায়। মানুষ জানে না আড়ালে তাদের মতলবটা কোথায়। ২২-২৩ বছর আগে সাংবাদিকতার টানাপোড়েনের জীবনে টিকতে না পেরে কোনোক্রমে যুক্তরাষ্ট্রের ভিসা লাগিয়ে পাড়ি জমিয়েছে ওখানে। বাড়ি কেনাবেচার দালালি করে দিন চলেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই পাততাড়ি গুটিয়ে চলে আসে। ‘৯৬-এর আওয়ামী লীগ সরকার ছিল কঠিন। আখের গোছানোর সুযোগ ছিল না। এবার অনেক উদার। এরা সাইবেরিয়ান ডাকের মতো, উড়ে আসে আওয়ামী শাসনামলে। আওয়ামী লীগ কর্মীরা যখন জেল খাটে, নির্যাতন ভোগ করে, গ্রেনেড-বোমা খায় তখন এদের পাশে দাঁড়াতে হয় না। তারা তখন বিদেশে সুখনিদ্রা যায়। ক্ষমতায় আসার পর দেশে ফিরে উঠবস করে ক্ষমতাসীনদের ছায়ায়। কোথায় কার নাম ভাঙায় কেউ জানে না। রাতারাতি টেলিভিশন, ব্যাংক-বীমার মালিক হয়ে যায়। বিবেক খোঁচায়, জানতে চায় এসব নষ্ট লুটেরার জন্য কি বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছিলেন? পরিবার-পরিজনসহ জীবন দিয়েছিলেন? এত রক্ত দিয়েছে জাতি? এদের লুটপাটের সিঁড়ি হওয়ার জন্যই কি আওয়ামী লীগের লাখো লাখো নেতা-কর্মী জেল-জুলুম-নির্যাতন সয়েছে? হাজার হাজার নেতা-কর্মী প্রাণ দিয়েছেন? অনেক প্রশ্নের উত্তর মেলে না। দুর্নীতির বরপুত্ররা হাত ধরাধরি করে হেসেখেলে হাঁটে। মিডিয়া হাউসগুলো টেলিভিশন পাবে। বেসরকারি টেলিভিশন পাক ইত্তেফাক, পাক সংবাদ, খবর, পেতে পারে আরও অন্যান্য মিডিয়া হাউস। অদ্ভূত ব্যাপার! প্রিন্ট মিডিয়া থেকে ইলেক্ট্রনিক মিডিয়ায় চাকরি করে জীবিকানির্বাহ করা নষ্ট কমিউনিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাজনৈতিক নিয়োগের চাকরিও পায়, টেলিভিশনের লাইসেন্সও পায়। এখানে সরকার জানতেও চায় না টেলিভিশনের জন্য শত কোটি টাকা বিনিয়োগ করবে কোথা থেকে! যেন জানাই হয়ে গেছে! এমন লাইসেন্স পারমিটের ব্যবসা অতীতে মানুষ শুনেছিল আর বিএনপি-আওয়ামী লীগ শাসনামলে দেখল। বাহ! কী সুন্দর আমাদের রাজনীতি! কী সুন্দর আমাদের শাসকরা! দলকানা দলদাসদের জন্য দেশটা উন্মুক্ত করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণমাধ্যমের কর্মী, কালো গাউন পরা আইনজীবী, লেখক, ডাক্তার, আমলা, যেই যে পেশারই হোন না কেন জীবনে কোনো প্রাপ্তিযোগই ঘটবে না যদি দলকানা, দলদাস না হন। লাজলজ্জাহীন বেশরম দলকানাদের এখন সুসময়। বিএনপি জমানায় অনেকেই টেলিভিশনের লাইসেন্স নিয়েছিলেন। অবারিত লুটপাট, দুর্নীতিতে গা ভাসিয়ে দিয়ে দিন এনে দিন খাওয়া লোকেরাও বিত্তবৈভবের মালিক হয়েছিলেন। কবরস্থানের পাহারাদার থেকে মন্ত্রিপাড়ার দালাল, হাওয়া ভবনের কর্মচারী সবাই কামিয়েছিলেন। অনেকেই টেলিভিশন নিয়েছিলেন।
খালেদা জিয়ার সরকারের পতনের পর তার পাশে জামায়াত নিয়ন্ত্রিত মিডিয়া আর হাতেগোনা একটি টিভি ছাড়া কেউ পাশে থাকতে পারেনি। অনেকে বিক্রি করে কেটে পড়েছেন। আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় যাদের টিভি দেওয়া হয়েছে সেখানে দুঃসময় এলে কতজন থাকেন সেটা সময়ই বলে দেবে। তবে বিএনপি আমলে রাতারাতি বিত্তবৈভবের মালিক যারা হয়েছিলেন, তারা ক্ষমতা অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ যুক্তরাজ্য, কেউ যুক্তরাষ্ট্র, কেউ মালয়েশিয়া, কেউ বা মধ্যপ্রাচ্যে পাড়ি দিয়েছিলেন। আর দেশে পড়ে থাকা বিএনপির হাজার হাজার নেতা-কর্মী জেল-জুলুম আর পুলিশি নির্যাতন সয়েছেন, সয়ে যাচ্ছেন। ক্ষমতা চিরস্থায়ী নয়। লাজলজ্জা খুলে যারা সরকারের আশ্রিত হয়ে নির্লজ্জ চাটুকারিতার বেহায়াপনায় মগ্ন হয়ে কামাচ্ছেন, লুটছেন, টিভি মালিক হচ্ছেন, ব্যাংকের মালিক হচ্ছেন, কোটি কোটি টাকা কামিয়ে মধ্যরাতে জাতিকে জ্ঞান দিচ্ছেন, একদিন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে কেউ পাশে থাকবে না। সুড়সুড় করে চলে যাবে যার যার মতো দেশের বাইরে। হাতে টাকা, তাদের ঠেকাবে কে? হৃতদরিদ্র কর্মীরা নির্যাতন সইবে, জীবন দেবে, তাদের টানবেন মুজিবকন্যা শেখ হাসিনা। এই তো পরিণতি।
জীবনে একবার কিছু দিন বেসরকারি কলেজে শিক্ষকতা করলে, ইলেক্ট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করলে কিংবা একবার হজ আদায় করলে সারা জীবন তা পরকালের জন্য না রেখে দুনিয়ায়ই ভাঙিয়ে খাওয়া যায়। নামের আগে রাজনীতির ময়দানে ভোট বাগানোর মতলবে আলহাজ জুড়ে দেওয়া হয়। অধ্যাপক লাগিয়ে মাঠ ঘুরে বেড়াও। একটি সাপ্তাহিক পত্রিকায় কিছু দিন রিপোর্টারের কাজ করেছেন। তারপর টানা দুই দশক অ্যাডফার্মের চাকরি। সাংবাদিকতার সংগ্রামের পথ না হাঁটা এই মানুষটিও সাংবাদিকতার প্রিভিলেজটুকু সমাজ থেকে নিতে চান। মধ্যরাতের টকশোতে কী উপস্থাপনায় কী বক্তব্যে আবির্ভূত হন সিনিয়র সাংবাদিক পরিচয়ে। ওই যে লাজলজ্জা খুলে ফেললে অসুবিধা হয় না। লাজলজ্জা যারা খুলে ফেলছে সমাজ তাদের নিয়ে লাফাচ্ছে। লাজলজ্জা যারা খুলে ফেলছে তারা যতটা না লজ্জা পাচ্ছে তাদের দেখে অন্যরা বেশি লজ্জা পাচ্ছে।
এক অদ্ভূত সময় পার করছি আমরা। রাজনৈতিকভাবে দেশটা দুই ভাগে বিভক্ত করেছি। লীগ আর দল। বঙ্গবন্ধুর গরিবের দল আওয়ামী লীগের একদল নেতা-কর্মী ভোগবিলাসে মত্ত। ক্ষমতার সুবাদে বিত্তবৈভব বানাতে গিয়ে ভুলে গেছেন মহান নেতা বঙ্গবন্ধুর সাদামাটা জীবনের স্মৃতিময় ধানমন্ডির রক্তাক্ত ৩২ নম্বরের বুলেটবিদ্ধ ঐতিহাসিক বাড়িটি। জাতির জীবনে যা ইতিহাসের ঠিকানা হয়ে বীরত্বের গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। অদ্ভূত এক সময় অতিক্রম করছি আমরা। বিএনপি জমানায়ও দেখেছিলাম দুর্নীতির মহোৎসব, দলীয়করণ আর স্বজনপ্রীতির উল্লাস। সেবার মানুষ দেখেছে বিএনপি সরকারের আশ্রিত সুবিধাভোগীরা ‘কামাও কামাও’ বলে টাকা-পয়সা বানিয়ে বিপদে কীভাবে কেটে পড়েছে। এবারও দেখছি ওই আশ্রিতরা একটাই যোগ্যতা আমরা সুবিধাভোগী, আমরা দলকানা, আমরা দলদাস। আমরা কামাব, আমরা বিপদে সরে যাব। যারা দেখছ তারা সমীহ কর, না হয় এদিকে তাকিও না, ভুলে যাও, এ আমাদের ন্যায্য হিস্যা। এটা দলকানা ও দাসত্বের চুক্তিনামায় সই করে অর্জন করেছি। তোমরা যারা তৃতীয় পক্ষ, দলকানা নও, দলদাস নও, সুবিধাভোগী নও, ব্যাংকের দরজা তোমাদের জন্য বন্ধ। মুনতাসির ফ্যান্টাসি নাটকের চরিত্রের মতো যা পাব তাই খাব। তোমরা যারা তৃতীয় পক্ষ, তোমরা যারা মধ্যপন্থি নাগরিক, তোমাদের সন্তানদের জন্য ভর্তি কোটা বন্ধ, বিসিএস দিলেও পাবলিক সার্ভিস কমিশনের উত্তীর্ণের তালিকায় ঠাঁই নেই। এটাই আজ দলকানা গণতন্ত্রের বিউটি।
একজন সংসদ সদস্য ট্যাঙ্ ফ্রি গাড়ি পাচ্ছেন। পরিবার-পরিজন নিয়ে ঢাকায় থাকার ফ্ল্যাট পাচ্ছেন। ভবিষ্যতে বাড়ি বানানোর জন্য প্লট পাচ্ছেন। তবুও তার আরও চাই। আমাদের ঐতিহ্যের রাজনীতির উত্তরাধিকারিত্বের পথে হাঁটতে নারাজ। এমনকি দলের প্রতি আদর্শবানদের নিয়েও চলতে নারাজ। সেখানে এমপিকানাদের নিয়ে সিন্ডিকেট করে চলতে হবে। টেন্ডারবাজিতে ভাগ বসাতে হবে। অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে সর্বত্র ভাগের কারবার। এক অদ্ভূত সময় পার করছি আমরা। কেউ দেখার নেই। কেউ বলারও নেই। ফ্রি স্টাইল চলছে সব। রাজনীতিকে কী নিষ্ঠুরভাবে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। রাজনীতিবিদ রাজনীতিবিদ-ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। মরহুম রাজনীতিবিদ আবদুস সামাদ আজাদ নেতা-কর্মীদের সঙ্গে রসিকতা করে বলতেন, ‘টিআর মানে খাও।’ বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ স্বভাবসুলভ রসিকতায় একবার বলেছিলেন, কাবিখা-কাজের বিনিময়ে খাদ্য, এ তো খাবেই! জনগণের জন্য সরকারের প্রকল্প এভাবেই লুটপাট হয়ে আসছে। এই লুটপাট তৃণমূল বিস্তৃত হচ্ছে তো হচ্ছেই। এসো ভাই মিলেমিশে খাই নীতিতে বাড়ছে, থামানোর কেউ নেই।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি বলেছেন, জেলা পরিষদ প্রশাসক রাখা হবে কী না ভাবা হচ্ছে। সত্যি বলেছেন। জনগণের টাকায় জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণের জন্য সেবা দেবেন। স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখবেন। জনগণের ট্যাঙ্রে টাকায় দিনের পর দিন, বছরের পর বছর দলীয়ভাবে নিয়োগ করা প্রশাসক গণতান্ত্রিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। হয় জনগণের ভোটে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান দিতে হবে, না হয় জেলা পরিষদ প্রশাসক ব্যবস্থা বাতিল করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ক্ষমতা বাড়াতে হবে। সংবিধান, আইন, বিধিবিধান বলে রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনাকে অগ্রাধিকার না দিলে সমাজে চলমান অবক্ষয়, দুর্নীতি, স্বজনপ্রীতি আর দলীয়করণের লাগাম টেনে ধরা যাবে না। লাগাম টেনে না ধরলে গণতান্ত্রিকভাবে ন্যায়বিচারের পথে নাগরিক অধিকার নিশ্চিত করে দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় বেশি দূর নেওয়া যাবে না। সুশাসন নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক নেতৃত্বকেই ভাবতে হবে। উপলব্ধি করতে হবে। সরকারের আমলা পেশাদারিত্বের চেয়ে দলকানা, দলদাসের চেহারায় আবির্ভূত হয়ে পোস্টিং, পদোন্নতি বাগিয়ে ক্যারিয়ারের সাফল্য কুড়াচ্ছেন। একদল আসেন, আরেক দল ওএসডি হন, অবসরে যান, চাকরি হারান। ট্যাঙ্ দেওয়া জনগণ লোকসান গোনে। যারা দলকানা নন, পেশাদার, মেধাবী তাদের জন্য সময় এখন বড়ই খারাপ। তাদের কেউ বানায় আওয়ামী লীগ, কেউ বানায় বিএনপি, কেউ বা জামায়াত। এক অদ্ভূত সময় অতিক্রম করছি আমরা। লাজ শরম খুলছে যারা লজ্জার ছিটেফোঁটা পাচ্ছে না তারা। আমাদের রাজনীতিতে এখনো গণমানুষের আস্থাবান নেতৃত্ব রয়েছেন। আমাদের সরকারে এখনো অভিজ্ঞ, প্রাজ্ঞ, স্বাধীনতা সংগ্রামী অনেক মন্ত্রী নেতা রয়েছেন। সর্বোপরি প্রধানমন্ত্রীর আসনে বঙ্গবন্ধুকন্যা আছেন। তাদের বসতে হবে, ভাবতে হবে। এত রক্তের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না। উৎসঃ বাংলাদেশ প্রতিদিন