বিনোদন ডেস্ক: বন্ধ রয়েছে আড়াল সিনেমার শুটিং। সম্প্রতি বান্দরবানে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এ সিনেমার নায়ক শাহরিয়াজ। ফাইটের একটি দৃশ্যে ক্রেন থেকে পরে ডান পায়ের হাঁটুর নিচে ব্যাথা পান তিনি। এ দুর্ঘটনার পরে থেকেই বন্ধ রয়েছে এ সিনেমার শুটিং।
এ ব্যাপারে শাহরিয়াজ বলেন, ক্রেনে একটা অ্যাকশন দৃশ্য ছিল। ক্রেনটা ঠিক মতো বাঁধা ছিল না। আর তখনই পড়ে যাই। পড়ে হাঁটুতে প্রচন্ড আঘাত পেয়েছি। তারপর আর শুটিং করতে পারিনি।
অসুস্থতার জন্য কিছুদিন শুটিং করতে পারছেন না শাহরিয়াজ। এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। খুব শিগগিরি শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন এ অভিনেতা। সাহেদ চৌধুরীর পরিচালনায় এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরিয়াজ ও আচঁল। ছবিটিতে আরো অভিনয় করছেন আইটেম গার্লখ্যাত বিপাশা, আলীরাজ, মিজু আহমেদ, ইলিয়াস কোবরাসহ আরো অনেকে।
এ ছবির বিভন্ন গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পড়শী, বেবী নাজনীন, মুন, আসিফ আকবর ও রিংকু। গানের কথা লিখেছেন মিল্টন খন্দকার, সুদীপ কুমার দীপ ও সোলায়মান বাদশা। সুর ও সংগীতায়োজন করেছেন রবীন ইসলাম। অ্যাকশন ও থ্রিলারধর্মী এ ছবিটি প্রযোজনা করেছে ত্রিভুজ চলচ্চিত্র।