সিসিনিউজ: জাতিসঙ্ঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির বার্ষক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের চার ধাপ অগ্রগতি হয়েছে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৪২। ২০১৩ সালে ছিল ১৪৬। ১৮৭টি দেশের মধ্যে নরওয়ে রয়েছে তালিকার শীর্ষে, আর নাইজারের স্থান সর্বনিম্নে।
বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং জেন্ডার বৈষম্যের মতো খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি হাসিল করেছে।
তালিকায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর অবস্থান হচ্ছে ভুটান ৭৩, শ্রীলঙ্কা ১০৩, ভারত ১৩৫, মালদ্বীপ ১৩৬, পাকিস্তান ১৪৬, মিয়ানমার ১৫০, নেপাল ১৪৫, আফগানিস্তান ১৬৯তম।