নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটেশ্বরী প্রতিবন্ধী কেয়ার সেন্টারের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সেমাই ও চিনি বিতরন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার পাটেশ্বরী প্রতিবন্ধী কেয়ার সেন্টার‘র কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে সেমাই ও চিনি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন। পাটেশ্বরী প্রতিবন্ধী কেয়ার সেন্টারের সভাপতি ও সাংবাদিক আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার, পাটেশ্বরী প্রতিবন্ধী কেয়ার সেন্টারের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ মঞ্জুর আলম বাবু, মাইদুল ইসলাম অনু, হাসানুজ্জামান হাসু, এরশাদ হোসাইন, সাংবাদিক এ,এস, খোকন প্রমুখ। উল্লেখ্য পাটেশ্বরী প্রতিবন্ধী কেয়ার সেন্টারের দুঃস্থ, অসহায়, অবহেলিত ১০৫ জন প্রতিবন্ধীদের মাঝে এ সেমাই ও চিনি বিতরন করা হয়।