• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন |

আইন শৃঙ্খলা রক্ষায় আরো কঠোর হোন- সংস্কৃতি মন্ত্রী

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন সং®কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আইন শৃঙ্খলা রক্ষা মাসিক সভায় তিনি এ নির্দেশ দেন। পাশাপাশি অপরাধীরা যাতে কোন ভাবে পার না পায় সেজন্য সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। এসময় মাদকমুক্ত জেলা গড়তে সকলের সহযোগীতা চান তিনি।
মন্ত্রী বলেন, নীলফামারীতে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে এবং বিসিক শিল্প নগরী স্থাপনের কাজ শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। নীলফামারীর মানুষ খুব শীঘ্রই এর সুফল ভোগ করবে।
জেলা প্রশাসক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিরোধী দলীয় হুইপ ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারসহ পুলিশ প্রশাসনস, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন উপজেলার নির্বাহি কর্মকর্তা, এবং কমিটির সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ