• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন |

আ.লীগ নেতার রিভলবারের গুলিতে কলেজছাত্র নিহত

Pestolপাবনা : পাবনা শহরের রাধানগর এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টারের রিভলবারের গুলিতে মাসুদ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের রাধানগর এলাকার সরকারি এডওয়ার্ড কলেজ সংলগ্ন একটি বেসরকারি ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র জেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গী গ্রামের মকছেদ আলীর ছেলে। তিনি সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টারের গাড়ি চালক শাকিল মাস্টারের লাইসেন্স করা রিভলবার গাড়ি থেকে ড্রইং রুমে নিয়ে যায়। সেখানে অবস্থারত ছাত্রদের রিভলবারটি দেখাতে গিয়ে অবসাধানতাবশত ট্রিগারে হাত পরে ফায়ার হয়। এতে গুলিবিদ্ধ হন মাসুদ। দ্রুত তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আব্দুল মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গাড়ি থেকে নেমে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। এ সময় গাড়ি চালক তার লাইসেন্স করা রিভলবার বাসায় নিয়ে যায়। সেখানে তার নিজ ছাত্রাবাসে বসবাসরত ছাত্ররা ড্রইং রুমে বসেছিল। অসাবধানতাবশত ড্রাইভারের কাছ থেকে রিভলবারটি ফায়ার হয়। সংবাদ পেয়ে তিনি দ্রুত হাসপাতালে গিয়ে দেখেন গুলিবিদ্ধ ছাত্রটি মারা গেছে। ছাত্রাবাসটিও আব্দুল হামিদ মাস্টারের বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাইভার শাকিলকে গ্রেফতার করা হয়েছে। রিভলবারটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ